374006

গণভোটের প্রচারে রংপুর যাচ্ছেন ড. আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ আগামী বুধবার রংপুর জেলা সফর করবেন। সফরকালে তার সঙ্গে থাকবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (সিনিয়র সচিব পদমর্যাদা) মনির হায়দার।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর একান্ত সচিব মো. সাহিনুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানানো হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) রাতে রংপুর আঞ্চলিক পিআইডি অফিস থেকে প্রকাশিত এক তথ্যবিবরণীতে এ খবর জানানো হয়।

সফরসূচি অনুযায়ী, অধ্যাপক আলী রীয়াজ দুপুর ১টায় রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে আয়োজিত ‘ইমাম সম্মেলন’-এ অংশগ্রহণ করবেন।

এ ছাড়া বিকেল ৩টায় একই স্থানে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় তিনি অংশ নেবেন।

সফর শেষে উপদেষ্টা ওই দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।

ad

পাঠকের মতামত