373646

জামায়াতসহ ৮ দলের সংবাদ সম্মেলনে ছিল না এনসিপি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে এলডিপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে সংবাদ সম্মেলনে এনসিপির কেউ উপস্থিত ছিলেন না।

রোববার (২৮ ডিসেম্বর) বিকাল ৫টায় সংবাদ সম্মেলনে এ কথা জানান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

এ সময় জামায়াত আমির বলেন, “কিছু সময় আগে এনসিপির সাথে আমাদের কথা চূড়ান্ত হয়েছে। কিন্তু দলটির কেউ সংবাদ সম্মেলনে উপস্থিত হতে পারেনি। তারা দলীয়ভাবে আলোচনা করে পরে সংবাদ সম্মেলন করবেন।”

আগে থেকে জোটে থাকা আট দল হলো–বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

ad

পাঠকের মতামত