371038

থাইরয়েড ক্যান্সার ‘নীরব ঘাতক’, চিকিৎসা নিতে হবে যে ৬ লক্ষণ দেখলেই

থাইরয়েড ক্যান্সারকে বিশেষজ্ঞরা বলেন ‘নীরব ঘাতক’। কারণ এটি প্রাথমিক পর্যায়ে তেমন কোনো স্পষ্ট উপসর্গ প্রকাশ করে না। অনেক সময় সাধারণ গলার অসুবিধা কিংবা হালকা শারীরিক পরিবর্তনকেও আমরা গুরুত্ব দিই না। কিন্তু অবহেলা করলে এটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে। বিশেষ করে নারীদের মধ্যে থাইরয়েড সমস্যা ও ক্যানসারের ঝুঁকি তুলনামূলক বেশি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো চিকিৎসা নিলে থাইরয়েড ক্যান্সার নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে এজন্য প্রাথমিক লক্ষণগুলো চিহ্নিত করা জরুরি। গলার ভেতরে অস্বাভাবিক গিট্টি, কণ্ঠে পরিবর্তন বা হঠাৎ ওজন ওঠানামার মতো বিষয়গুলো অবহেলা করা উচিত নয়। নিচে থাইরয়েড ক্যানসারের ছয়টি প্রধান লক্ষণ তুলে ধরা হলো—

থাইরয়েড ক্যানসারের ৬টি প্রধান লক্ষণ

গলায় গিট্টি বা ফোলা: গলার ভেতরে শক্ত বা অস্বাভাবিক গিট্টি তৈরি হলে তা থাইরয়েড ক্যানসারের ইঙ্গিত হতে পারে।

কণ্ঠস্বরে পরিবর্তন: দীর্ঘসময় ধরে কণ্ঠ ভেঙে যাওয়া বা ভিন্নরকম হয়ে যাওয়া হলে সতর্ক হতে হবে।

গিলতে বা শ্বাস নিতে সমস্যা: খাবার গিলতে অসুবিধা বা শ্বাসকষ্ট দেখা দিলে অবহেলা করা যাবে না।

গলার ব্যথা ও অস্বস্তি: গলা বা ঘাড়ের অংশে অস্বস্তি বা ব্যথা থাকলে পরীক্ষা করা জরুরি।

অস্বাভাবিক ওজন পরিবর্তন: হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া বা কমে যাওয়া থাইরয়েড সমস্যার ইঙ্গিত দেয়।

ঘাড়ের লিম্ফ নোড ফোলা: ঘাড়ের লসিকা গ্রন্থি অকারণে ফুলে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

করণীয়: বিশেষজ্ঞরা বলছেন, এসব লক্ষণ দেখা দিলে দ্রুতই চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। রক্ত পরীক্ষা, আল্ট্রাসনোগ্রাম বা বায়োপসির মাধ্যমে রোগ শনাক্ত করা যায়। জীবনযাত্রায় পরিবর্তন, নিয়মিত চেকআপ ও সচেতনতা এই রোগ প্রতিরোধে সহায়ক হতে পারে। মনে রাখতে হবে, প্রাথমিক অবস্থায় ধরা পড়লে থাইরয়েড ক্যানসার থেকে সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা অনেক বেশি।

 

ad

পাঠকের মতামত