বীর মুক্তিযোদ্ধারা কোটা নয়, সম্মান চান
নিউজ ডেস্ক।। রোববার (২১ জুলাই) আপিল বিভাগ কোটা বহাল করে দেয়া হাইকোর্টের রায় বাতিল করেন। আপিল বিভাগের রায় অনুযায়ী সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থাৎ সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিতে নিয়োগ পাওয়ার জন্য কোটাপ্রথা হিসেবে মেধাভিত্তিক ৯৩ শতাংশ, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্রনৃগোষ্ঠী ১ শতাংশ ও তৃতীয় লিঙ্গের জন্য ১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। খবর: সময় টিভি
এদিন আদালতে উপস্থিত হন মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী ও তার ভাই লতিফ সিদ্দিকী। প্রতিক্রিয়ায় তারা জানান, কোটা নয়, সম্মান চান মুক্তিযোদ্ধারা। দেশে শান্তি ফিরিয়ে আনতে সরকারকে সব দলকে নিয়ে আলোচনার আহ্বানও জানান বঙ্গবীর।
এরআগে, গত ৫ জুন কোটা বহালে হাইকোর্টের রায়ের পর থেকেই কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। তবে এক পর্যায়ে এই আন্দোলনে ঢুকে পড়ে স্বার্থান্বেষী গোষ্ঠি। দেশজুড়ে জ্বালাও পোড়াও আর ধ্বসংযজ্ঞে মাতে একটি মহল। কোটা আন্দোলনকারীরা জানিয়েছিলেন নাশকতার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই তাদের। নাশকতা সমর্থও করেন না।










