362100

ব্যালন ডি’অরে ভোট দেবেন কাকে, জানালেন মেসি

খেলাধূলা ডেস্ক।। করোনা মহামারীর এক বছর পর আবারও ফিরলো ব্যালন ডি’অর পুরস্কার। এই আসরে পুরস্কারের দৌড়ে এগিয়ে আছে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোর তারকারা। তালিকায় আছেন লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও ক্রিস্টিয়ানো রোনালদো। এবারের ব্যালট ডি’অরের জন্য মেসিকে এগিয়ে রাখছেন অনেকেই।

জাতীয় দলের অধিনায়ক হওয়ায় ভোট দেওয়ার সুযোগ ও থাকছে তার। কাকে ভোট দিবেন তিনি। তা অকপটে জানিয়ে দিলেন আর্জেন্টাইন এই সুপারস্টার।

একজন তিনটি করে ভোট দেওয়ার সুযোগ পাবেন। সেই হিসেবে মেসিও তিনজনকে ভোট দিতে পারবেন। সম্প্রতি মেসি কাকে ভোট দিবেন এই নিয়ে ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর জল্পনা-কল্পনার মাঝে ফ্রান্স ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানালেন, ‘আমার দলে এমন দুজন আছে যাদের আমি সহজেই ভোট দেবো; নেইমার ও কিলিয়ান এমবাপে।’

গত মৌসুমে দুর্দান্ত সময় কাটিয়েছেন রবের্ত লেভানদোভস্কি। ইনজুরির কারণে চ্যাম্পিয়ন্স লিগে তেমন কোনো সুবিধা করতে পারেননি তিনি। তার মতোই দুর্দান্ত মৌসুম কাটিয়েছেন করিম বেনজেমাও। এই দুই তারকার প্রশংসা করে মেসি বলেন, ‘রবের্ত লেভানদোভস্কি যে একটা দারুণ বছর কাটিয়েছে। এর বাইরে, কারিম বেনজেমাও দারুণ খেলেছে।’

ব্যালন ডি’অরের দৌড়কে এবার কঠিন হিসেবে দেখছেন মেসি। তার মতে, ‘এটা কঠিন, কারণ আপনি দলগতভাবে কী করেন, সেটা অনেক বড় একটা বিষয় এখানে। এক সময় এটা বছরের সেরা খেলোয়াড় পেতেন। কিন্তু এখন বিষয়টা এমন দাঁড়িয়েছে যে, দলগত শিরোপা যার বেশি তারই সুযোগ বেশি। এমন কিছু অর্জন এখানে বড় নিয়ামক হিসেবে কাজ করে।’

 

ad

পাঠকের মতামত