352909

‘বিলাই খামচি’ ভোটের ময়দানে নতুন অ’স্ত্র

নিউজ ডেস্ক।। শরীরে স্পর্শ লাগলে বিষম চুলকানির উদ্রেক হয় এমন গুল্মজাতীয় উদ্ভিদ ‘বিলাই খামচি’ বা ‘বান্দরের শলা’। সম্প্রতি দেশজুড়ে আলোচনায় এসেছে এই গাছটি। চট্টগ্রামের নির্বাচনের ময়দানে ‘অস্ত্র’ হিসেবে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন লালখান বাজার ওয়ার্ডের স্বতন্ত্র প্রার্থী এ এফ কবির মানিকের সমর্থকদের বিরুদ্ধে ‘বিলাই খামচি’ প্রয়োগের অভিযোগ করেন আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসনাত মো. বেলালের নারী সমর্থকরা।

ভোটের দিন শহীদনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে কাউন্সিলর প্রার্থীর অনুসারী আসমা বেগম জানান, বিদ্রোহী প্রার্থীর নারী সমর্থকরা তাদের ওপর ‘বিলাই খামচি’ ছিটিয়েছেন।

এই উদ্ভিদটি গায়ে লাগলে প্রায় একদিন বা ২৪ ঘণ্টা অস্বস্তিতে থাকতে হয়। এই উদ্ভিদটিকে ‘বাঁদরওয়ালা’ বলেও ডাকা হয় অনেক স্থানে। ইংরেজিতে এ উদ্ভিদ ভেলভেট বিন নামে পরিচিত। ইংরেজিতে একে মাংকি ট্যামারিন্ডও বলা হয়। উৎস: সময়নিউজ।

ad

পাঠকের মতামত