276513

‘আমি ছাত্রলীগের কেউ না’ : নুরের বিরুদ্ধে মামলার বাদী

নবনির্বাচিত ডাকসু ভিপি নুরুল হক নুর ও প্রগতিশীল ছাত্রজোটের ভিপি প্রার্থী লিটন নন্দীসহ ৪০ জনের বিরুদ্ধে ভাঙচুর ও প্রভোস্টকে লাঞ্ছনার মামলার বাদী মারজুকা রায়না বলেছেন, ‘আমি ছাত্রলীগের কেউ না। আমি ন্যায়বিচার প্রতিষ্ঠায় এবং আমাদের অধিকার খর্ব হওয়ায় মামলা করেছি।’ মঙ্গলবার (১২ মার্চ) বিকালে তিনি এসব কথা বলেন।

নৃত্যকলা বিভাগের চতুর্থ বর্ষের এ শিক্ষার্থী অভিযোগ করেন, ‘সুষ্ঠুভাবে রোকেয়া হলে ডাকসুর ভোট গ্রহণ চলছিল। কিন্তু সে সময় বিনা অনুমতিতে হলে প্রবেশ করে নুরুল ইসলাম নুর। তার সঙ্গে আরও ছেলে ছিল। তারা ভোটকেন্দ্রে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আমিসহ অনেকে সেখানে উপস্থিত ছিলাম। তারা আমাদের লাঞ্ছিত করেছে।’

মারজুকা রায়না বলেন, ‘সবচেয়ে খারাপ লেগেছে আমাদের প্রভোস্ট ম্যাডামের জন্য। তার সঙ্গে ওরা খুব খারাপ ব্যবহার করেছে। তাকে লাঞ্ছিত করেছে। ম্যাডামের সঙ্গে তারা যে ব্যবহার করেছে তা গ্রহণযোগ্য না। ম্যাডাম যদি আর কিছুক্ষণ তার সামনে থাকতো তাহলে তাকে মারধর করা হতো। আমি এর বিচার চেয়েছি। এজন্য মামলা করেছি।’

সোমবার (১১ মার্চ) ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে রোকেয়া হলে সৃষ্ট গণ্ডগোল নিয়ে ছাত্রলীগ ও অন্যান্য প্যানেল পাল্টাপাল্টি অভিযোগ করে। কয়েক ঘণ্টা রোকেয়া হলে ভোট বন্ধ থাকার পর পুনরায় ভোটগ্রহণ হয়। পরে রাতে হলের আবাসিক শিক্ষার্থী রায়না বাদী হয়ে এ ঘটনায় মামলা করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বাংলা ট্রিবিউনকে মামলার তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বাদী মারজুকা রায়না বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি ছাত্রলীগের কেউ না। আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। যারা আমাকে ছাত্রলীগ বলছে, তারা আমার সম্পর্কে জানেন না। আমি ছাত্রী হলে ভাঙচুর, ব্যালট ছিনতাই ও প্রভোস্টকে লাঞ্ছনার বিচার চেয়ে মামলা করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা যারা হলে থাকি তারা সকাল সকাল অনেকে ভোট দিয়েছি। কিন্তু আমার বান্ধবীরা যারা অনেক দূর থেকে ২৮ বছর পর এই প্রতীক্ষার ডাকসু নির্বাচনে ভোট দিতে এসেছে তারা ভোট দিতে পারেনি। এর পেছনে নুরুল হক নুর, লিটন নন্দীসহ অন্যরা দায়ী। আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমরা এর প্রতিকার চেয়েছি।’

ভিপি হিসেব নির্বাচিত নুরুল হক নুরের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মারজুকা বলেন, ‘লিডারকে হতে হবে লিডারের মতো। নুরকে আমাদের দক্ষ লিডার মনে হয় না। কোটা আন্দোলনের সময় আমরা সাধারণ শিক্ষার্থীরা গিয়েছিলাম বলেই ওই আন্দোলন এতো ঘনীভূত হয়েছিল।’

নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘একদিকে বিবেচনা করলে সুষ্ঠু হয়েছে। অপরদিকে ভিপি যিনি নির্বাচিত হয়েছেন, তিনি আসলে সাধারণ শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়েছেন কিনা তা নিয়ে আমার সন্দেহ রয়েছে।’এদিকে দুপুরে টিএসসিতে মামলার বিষয়ে নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর বলেন, ‘ছাত্রলীগ হামলা করেছে, তারাই মামলা করেছে।’তবে মামলার বাদী মারজুকা রায়না এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ছাত্রলীগের কেউ না।’

ছাত্রলীগের সমর্থক কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘কেউ বলতে পারবে না। আমি ছাত্রলীগ করি না, আমার বান্ধবীরা অনেকে পোস্টেড। তারা অনেক আগেই পোস্ট পেয়েছে। আমি আর কদিন পর ফাইনাল পরীক্ষা দেবো। আমি কোনও পোস্টে নেই।’ এদিকে, রোকেয়া হল ছাত্রলীগের সভাপতি ও বর্তমান ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক বিএম লিপি আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলার বাদী রোকেয়া হলের এক্সটেনশন কক্ষে থাকে। আমি তাকে চিনি। সে সাধারণ শিক্ষার্থী।’

সোমবার রাতে শাহবাগ থানায় দায়ের করা ওই মামলায় নুরুল হক নুর ছাড়াও বামজোটের ভিপি প্রার্থী ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী, ছাত্রদলের জিএস প্রার্থী আনিসুর রহমান খন্দকার অনিক, ছাত্র ফেডারেশনের জিএস প্রার্থী উম্মে হাবীবা বেনজীর, রোকেয়া হল সংসদের ভিপি পদের স্বতন্ত্র প্রার্থী শেখ মৌসুমী, ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে স্বতন্ত্র জোটের প্রার্থী শ্রবণা শফিক দীপ্তির নামও রয়েছে।

ad

পাঠকের মতামত