243847

থ্রিজি-ফোরজি বন্ধ, মুঠোফোনে টুজি চালু করবেন যেভাবে

মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা আবারও বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ফলে এখন থেকে এই সেবাটি উপভোগ করতে পারবেন না মুঠোফোন ইন্টারনেট গ্রাহকরা। এমনকি নির্দিষ্ট অপারেটরের নির্দিষ্ট সেটিংস চেঞ্জ না করা পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না গ্রাহকরা।যেভাবে টুজি ইন্টারনেট চালু করবেন: প্রথম আপনার মুঠোফোনের সেটিংসে গিয়ে সিমকার্ড ও মোবাইল নেটওয়ার্কে যেতে হবে। এরপর যে কোম্পানির নেটওর্য়াক টুজি করবেন সেটিতে ঢুকতে হবে। এরপর প্রেফার নেটওয়ার্কে গিয়ে টুজি (2G) অপশনটি সিলেক্ট করতে হবে।

এরপর যে কোম্পানির নেটওর্য়াক টুজি করবেন সেটিতে ঢুকতে হবে।

এরপর প্রেফার নেটওয়ার্কে গিয়ে টুজি (2G) অপশনটি সিলেক্ট করতে হবে।

এরপর এই অপশনের ক্লিক করুন

উল্লেখ্য শনিবার দুপুরের পর থেকে আগামীকাল রোববার রাত ১২টা পর্যন্ত এই নেটওয়ার্ক বন্ধ রাখতে দেশের সব মোবাইল ফোন অপারেটরকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে।ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি’র সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন, ‘আমরা (আইএসপিএবি) ইন্টারনেটের বিষয়ে কোনও ধরনের নির্দেশনা এখনও পাইনি। ’তিনি বলেন, ‘আমাদেরটা (ব্রডব্যান্ড ইন্টারনেট) বন্ধ না হওয়াই উচিত। বন্ধ হলে ব্যবসায়িক এবং অফিসিয়াল যোগাযোগ মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবে। এটা খোলা রাখলে সরকারের কোনও ক্ষতি হবে না বলে আমরা মনে করি।’ প্রসঙ্গত, সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহক সংখ্যা প্রায় ৬০ লাখ।

ad

পাঠকের মতামত