195717

ক্রিকেটাররা ‘রবি’ ছাড়া অন্য টেলিকম কোম্পানির বিজ্ঞাপন করতে পারবেন না

স্পোর্টস ডেস্ক :  বিসিবির টিম স্পন্সর ‘রবি’ ছাড়া অন্য কোনো টেলিকম কোম্পানির বিজ্ঞাপন করতে পারবেন না কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটাররা। চুক্তিবদ্ধ সব ক্রিকেটারকেই ব্যক্তিগত চুক্তি বাতিল করার কথা জানিয়ে দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

বিজ্ঞাপন বাজারে ক্রিকেটারদের কদর এখন সবার উপরে। সেই পথে ক্রিকেটারদের ব্রান্ড ভ্যালুকে কাজে লাগাতে মুখিয়ে থাকে টেলিকম কোম্পানিগুলো। তাই তো সাকিব -তামিম-মাশরাফিরা ব্যক্তিগতভাবে চুক্তিবদ্ধ থাকেন বিভিন্ন কোম্পানির সাথে। কিন্তু, বিপত্তি এবার সেই টেলিকম কোম্পানির বিজ্ঞাপন নিয়ে। ২০১৭ সালের জুনে প্রায় ৬০ কোটি টাকায় বিসিবির টিম স্পন্সর স্বত্ব কিনে নেয় মোবাইল কোম্পানি ‘রবি’। তাদের শর্তই ছিলো রবির বিজ্ঞাপানের বাইরে অন্য কোনো টেলিকম কোম্পানির প্রচারে অংশ নিতে পারবেন না ক্রিকেটাররা।

এই শর্তে ২০১৮ সালের চুক্তি নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়। চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নতুন তালিকা প্রকাশ করা না হলেও টিম স্পন্সর শর্ত মেনেই চুক্তি হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। বলেন, আন্তর্জাতিক যেকোনো টুর্নামেন্ট বা চুক্তিতেই সাধারণত একই ধরনের দুটি প্রতিষ্ঠানকে রাখা হয় না। আইসিসি মেনে চলে এই রীতি। এ নিয়মের কারণে ক্রিকেটাররা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হলেও দু’পক্ষের আলোচনাতেই টিম স্পন্সরের শর্ত মেনে চলতে আগ্রহী বিসিবি। তাই তো বিসিবিও টিম স্পন্সরের শর্ত মেনে বিষয়টি জানিয়েছে ক্রিকেটারদের।

বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার হিসেবে মাশরাফি-সাকিব-তামিমরা বছরে প্রায় ৪৮ লাখ টাকা বেতন পান বোর্ড থেকে। অন্যদিকে, ৪ বছরের চুক্তিতে বাংলালিংকের সাথে সাকিবের চুক্তি প্রায় ৫ কোটি টাকার। তামিম-মাশরাফিরাও বছরে আরেকটি টেলিকম কোম্পানি থেকে আয় করে কোটি টাকার কাছাকাছি। তাই নতুন নিয়মে বড় ধরনের আর্থিক ক্ষতিতে পড়বেন ক্রিকেটাররা। এ পরিস্থিতিতে, ক্রিকেটারদের সাথে আলোচনা করে ক্ষতি পুষিয়ে দেয়ার কথা বিসিবির।

ad

পাঠকের মতামত