
হুট করে এফডিসিতে শাবনূর, সঙ্গে নিলেন…
বিনোদন ডেস্ক : এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। দীর্ঘ বিরতির পর রূপালি পর্দায় দেখা গেছে তাকে। গত ১২ জানুয়ারি মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর ‘পাগল মানুষ’ ছবিটি। এটি অবশ্য শাবনূরের ক্যারিয়ারের ঝুলিতে ইতিবাচক কিছু যোগ করেনি। একে তো কয়েক বছর আগে ধারণ করা, এর উপর নির্মাণ সন্তুষ্টজনক ছিল না। এ নিয়ে শাবনূরও খানিকটা বিব্রত।
এসব কিছুর মধ্যেই গতকাল শুক্রবার হুট করে এফডিসিতে গিয়েছিলেন অভিনেত্রী। জমিয়ে আড্ডা দিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতি অফিসে। সহকর্মীদের জন্য নিয়ে গেছেন দই আর মিষ্টি। সেখানকার একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন চিত্রনায়ক জায়েদ খান, শিপন মিত্রসহ অনেকে। এসময় আরও ছিলেন জয় চৌধুরী, জলিসহ অনেকে।
জায়েদ খান বলেন, ‘গতকাল শাবনুর এসেছিলেন নতুন শিল্পী সমিতি দেখতে। সঙ্গে আনেন মিষ্টি ও দই। অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা চলচ্চিত্রের এই জনপ্রিয় নায়িকাকে।’