174458

কানাডা যাচ্ছেন অপু, তাই বলে অন্যকে অনুরোধ করে?

 সন্তান হওয়ার কারণে একটু মুটিয়ে গেছেন ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। যারফলে ইচ্ছা থাকলেও নতুন কোনো সিনেমায় কাজ করতে পারছেন না তিনি। অন্যদিকে সন্তানের বাবা হলেও স্বামী সুপারস্টার অভিনেতা শাকিব খান একের পর এক নতুন ছবিতে অভিনয় করেই যাচ্ছেন। মাতাচ্ছেন বিভিন্ন স্টেজ শো’ও। আসছে ১৪ সেপ্টেম্বরেও মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ‘ঢালিউড ব্লাস্ট’-এ মাতাবেন তিনি। এমন সংবাদে যখন প্রচারমাধ্যমগুলো সয়লাব, তখন দেখা গেল বিদেশে একটি অনুষ্ঠানে পারফর্ম করতে আয়োজককে অনুনয় বিনয় করতে হচ্ছে স্ত্রী অপুকে!

হ্যাঁ। শিগগির কানাডার টরেন্টোতে ‘ব্রান্ডিং বাংলাদেশ প্রোগ্রাম ২০১৭’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর সেখানে ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই’র পরিচালক, নারী উদ্যোক্তা, জয়যাত্রা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জয়যাত্রা বিডি নিউজ এর সম্পাদক ও প্রকাশক হেলেনা জাহাঙ্গীরের নেত্রীত্বে সেখানে যাচ্ছে শিল্পীদের একটি দল। সংগীত ও অভিনয় শিল্পীরা সেখানে একটি অনুষ্ঠানে পারফর্মও করবেন। আর এই অনুষ্ঠানে পারফর্ম করতে বিদেশ সফরের জন্য হেলেনাকে অনুরোধ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।

শিগগির কানাডার টরেন্টোতে ‘ব্রান্ডিং বাংলাদেশ প্রোগ্রাম ২০১৭’-এ যাবেন হেলেনা। আর এই অনুষ্ঠানে যোগ দেয়ার বিষয়টি পরিস্কার করে নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন হেলেনা জাহাঙ্গীর। সেখানে অপু বিশ্বাসের যাওয়ার খবরটি নিশ্চিত করে হেলেনা বলেন, দেশের সকল জনগনের ভালবাসাই আমার কাজ করার শক্তি। অপু নিজেই যখন আমার বাসায় এসে অনুরোধ করলো- আমি আর না করতে পারিনি। আমি মনে করি মৌসুমী, ওমর সানী, শাকিব খান-অপু বিশ্বাস আমাদের দেশের সম্পদ। আমি সারাদেশের সকল শ্রেণীর মানুষদের সাথে কাজ করছি একমাত্র দেশের স্বার্থে।

অপু ছাড়াও তারসঙ্গে যারা যাচ্ছেন সে বিষয়টিও জানান হেলেনা। এতে তার সফরসঙ্গী হিসেবে আরও থাকছেন প্রতিমন্ত্রী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় জনাব মোঃ মসিউর রহমান রাঙ্গাঁ, জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস, সঙ্গীত শিল্পী এস আই টুটুল, সঙ্গীত শিল্পী দিনাত জাহান মুন্নি, ড্যান্সার ইভান শাহরিয়ার সোহাগ, অনুষ্ঠান অরগানাইজার মনিরুজ্জামান ও চলচ্চিত্র প্রযোজক সমিতির সদস্য তানভীর হাসানসহ অনেকেই।

ad

পাঠকের মতামত