স্বতন্ত্র প্রার্থীর পক্ষে মাঠে নামার ঘোষণা কাদের সিদ্দিকীর
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেলকে দলীয়ভাবে সমর্থন দিয়ে সারাদেশে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে প্রচারণায় মাঠে থাকার ঘোষণা দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় সখীপুর পৌর শহরে নিজস্ব বাসভবনে আয়োজিত এক সভায় সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি সবুর খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, “হানাদারদের চেয়েও খারাপ আজম খান। সে আসিফ চেয়ারম্যানকে জেলে ঢুকিয়েছে, আবার সেই জামিন করিয়েছে। আমরা একাত্তর সালে যেভাবে নেমেছিলাম, সেভাবেই নামব। তবে জামায়াতের পক্ষেও না, বিএনপির পক্ষেও না—আমরা নামবো স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরের পক্ষে। তাতে তার মার্কা যেটাই হোক।”
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, “মুক্তিযুদ্ধের সময় তোমাদের নেতৃবৃন্দরা যে অন্যায় করেছে, তারা যদি আল্লাহর কাছে মাফ চায় এবং পুরো বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে মানুষের কাছে মুক্তিযুদ্ধে তোমাদের ভূমিকার জন্য ক্ষমা চায়, তাহলে আমি তোমাদের সবচেয়ে পক্ষের লোক হতাম। কিন্তু আমি তো স্বাধীনতাবিরোধী পক্ষে থাকতে পারি না। আমি মুক্তিযোদ্ধা, দেশকে স্বাধীন করেছি। আমি স্বাধীনতাকে বুকে নিয়ে কবরে যেতে চাই।”
তিনি আরও বলেন, “সংসদে যাতে ‘জয় বাংলা’ বলা যায়, মুক্তিযুদ্ধের কথা বলা যায়—এই জন্য আমি আমার বড় ভাই লতিফ সিদ্দিকীকে (টাঙ্গাইল-৪) কালিহাতি থেকে নির্বাচনে দাঁড়াতে বলেছি। এতে আমার রাজনীতি থাকুক আর না থাকুক, তাতে কিছু আসে যায় না। আমি নির্বাচনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলার জন্য কালিহাতীতে প্রচারে দলীয়ভাবে সাপোর্ট দিয়েছি।”
এ সময় আরও বক্তব্য রাখেন গাজীপুর মহানগর সভাপতি আ. রহমান, সখীপুর উপজেলার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম সরকার, সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস সিকদার, বাসাইল পৌরসভার সাবেক মেয়র রাহাত খান টিপু, আবু জাহিদ রিপন প্রমুখ।










