373870

নির্বাচন কমিশনের আচরণ উদ্বেগজনক : হাসনাত

নির্বাচন কমিশনের আচরণ অত্যন্ত উদ্বেগজনক বলেন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, “আইন সবার জন্য সমান হওয়ার কথা থাকলেও বাস্তবে তা প্রতিফলিত হচ্ছে না। একই অপরাধ ও একই কারণে একটি রাজনৈতিক দলের মনোনয়ন বাতিল করা হলেও অন্য একটি দলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হচ্ছে—যা আইনের সমতার নীতির পরিপন্থী।”

সোমবার (৫ জানুয়ারি) রাত মধ্য রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, “নির্বাচন কমিশন, প্রশাসন ও পুলিশ বর্তমানে গুলশানের আন্ডারে চলে গেছে। নির্বাচন কমিশনের অধীনে প্রশাসন ও পুলিশ থাকার কথা ছিল। কিন্তু বাস্তবে তা দেখা যাচ্ছে না। এ অবস্থায় একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন কতটা সম্ভব, তা নিয়ে জনগণ হতাশ।”

লাইভে তিনি আরও জানান, “তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল ‘হাসনাত আব্দুল্লাহ’ সম্প্রতি অকার্যকর (ডিজেবল) করে দেওয়া হয়েছে।”

হাসনাতের দাবি, ভারতবিরোধী অবস্থান নেওয়ার কারণে পরবর্তী সময়ে কিছু পোস্টের বিপরীতে কপিরাইট ক্লেইম দিয়ে তার আইডি ডিজেবল করা হয়। এতে করে গত কয়েক দিন তিনি ভক্ত ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেননি।

তিনি বলেন, “ব্যক্তিগত আইডি বন্ধ থাকায় এখন থেকে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেই নিয়মিত রাজনৈতিক বক্তব্য ও তথ্য প্রকাশ করবেন।” আগে এই পেজটি মূলত অ্যাডমিনদের মাধ্যমে পরিচালিত হতো বলেও উল্লেখ করেন তিনি। সমর্থকদের উদ্দেশে তিনি তার পেজটি শেয়ার করার আহ্বান জানান।

দেবিদ্বার এলাকার বিএনপি নেতাদের প্রসঙ্গ টেনে হাসনাত আব্দুল্লাহ বলেন, “গত দেড় দশক ধরে যেসব নেতাকর্মী রাজপথে আন্দোলন করেছেন, হরতাল-সংগ্রামে অংশ নিয়েছেন, তাদের বিএনপি থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে—এটি দুঃখজনক।”

তিনি বলেন, “যারা অতীতে বিএনপিকে আগুনসন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছিল, তারাই এখন দলটির নেতৃত্বের কাছাকাছি অবস্থানে যাচ্ছে—এ বিষয়টি প্রশ্নের জন্ম দেয়।”

ad

পাঠকের মতামত