বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আয়োজিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ। এ সিদ্ধান্তে দেশের জনগণ ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার (৫ জানুয়ারি) এই প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএলের সব খেলা ও সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক পত্রে এ নির্দেশনা জানানো হয়।
পত্রে বলা হয়, আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএল ক্রিকেট আসরে বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত ও জনপ্রিয় ক্রিকেটারকে দল থেকে বাদ দেওয়ার বিষয়টি দেশের ক্রীড়াপ্রেমী মানুষ ভালোভাবে নেয়নি। বিষয়টি বাংলাদেশের ক্রিকেট এবং ক্রীড়াঙ্গনের প্রতি অবমূল্যায়নের শামিল বলেও মনে করছেন অনেকে।
এদিকে আইপিএলের সম্প্রচার বন্ধের সিদ্ধান্তে দেশের কেবল অপারেটর ও টেলিভিশন চ্যানেলগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত কোনো চ্যানেল বা মাধ্যম আইপিএলের খেলা বা সংশ্লিষ্ট অনুষ্ঠান প্রচার করতে পারবে না বলে জানানো হয়।









