খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল আজ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার সারাদেশে মিলাদ ও দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণা করেছে দলটি। এছাড়া শুক্রবার বাদ আসর গুলশানস্থ আজাদ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে বলা হয়, বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিএনপি মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করেছে। বিএনপির উদ্যোগে আজ শুক্রবার বাদ আসর গুলশানের আজাদ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়া দেশব্যাপী বিএনপির উদ্যোগে শুক্রবার (২ জানুয়ারি) তাদের সুবিধাজনক সময়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠান করবে। বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ শুভাকাঙ্ক্ষীদেরকে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।










