373644

জামায়াতের জোটে এনসিপি ও এলডিপি

জামায়াতে ইসলামীর আট দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এলডিপির যোগ দেওয়ার কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

এ বিষয়ে রোববার ‘রাতের মধ্যে’ সংবাদ সম্মেলন করে এনসিপি ও এলডিপি বিস্তারিত তুলে ধরবে বলেও জানান তিনি।

রোববার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘জরুরি’ সংবাদ সম্মেলনে এসে শফিকুর রহমান এ অগ্রগতি তুলে ধরেন।

জামায়াত ইসলামীসহ যুগপৎ আন্দোলনে থাকা আট দল এ সংবাদ সম্মেলন ডাকে।

জামায়াতের আমির বলেন, “আমাদের আট দলের সঙ্গে দুটি দল যুক্ত হয়েছে— এনসিপি ও এলডিপি।”

“এলডিপির অলি আহমেদ উপস্থিত আছেন, আর এনসিপির নাহিদ ইসলাম এতক্ষণ আমাদের সঙ্গে মিটিং করেছেন; আমাদের জোটে যুক্ত হয়েছেন। রাতের মধ্যে সংবাদ সম্মেলন করে তারা বিস্তারিত তুলে ধরবেন।”

ad

পাঠকের মতামত