373629

নোয়াখালী-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ‘মানবিক পুলিশ’ শওকত হোসেন

মানবিক কাজের মাধ্যমে দেশজুড়ে পরিচিতি পাওয়া সাবেক পুলিশ সদস্য শওকত হোসেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসন (কবিরহাট-কোম্পানীগঞ্জ) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন।

শওকত হোসেনের বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নে। দীর্ঘদিন বাংলাদেশ পুলিশে কর্মরত থাকার পর মানবিক কর্মকাণ্ডে পূর্ণ সময় দেওয়ার লক্ষ্যে তিনি স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নেন।

পরবর্তীতে মানবিক সহায়তা, অসহায় মানুষের চিকিৎসা ও সামাজিক সেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি ব্যাপকভাবে আলোচিত হন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মানবিক পুলিশ’ হিসেবে ভাইরাল হন।

তার রাজনৈতিক জীবনে আসার মূল উদ্দেশ্য বাংলাদেশে একটি বেওয়ারিশ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা। ইতোমধ্যে তিনি চট্টগ্রামের অক্সিজেন এলাকায় একটি ‘বেওয়ারিশ ১২০ শয্যার সদর হাসপাতাল’ চালু করেছেন। যেখানে বেওয়ারিশ মানুষদের চিকিৎসাসেবা দেওয়া।

শওকত হোসেন বলেন, “আমার রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানবিক দায়িত্ব পালনের একটি মাধ্যম। বেওয়ারিশ ও অসহায় মানুষের জন্য সুন্দরতম চিকিৎসা ব্যবস্থার নিশ্চয়তা দিতে আমি নির্বাচনে আসছি।”

স্থানীয়দের মতে, মানবিক কর্মকাণ্ড ও স্বচ্ছ ভাবমূর্তির কারণে তিনি নোয়াখালী-৫ আসনে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।

ad

পাঠকের মতামত