অভিমান ভেঙে নোয়াখালী শিবিরে ফিরলেন সুজন-তালহা
বিপিএল শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। এরই মাঝে একের পর এক নাটকীয় ঘটনা ঘটছে। আজকের (বৃহস্পতিবার) সকালটা শুরু হয়েছিল চট্টগ্রাম রয়্যালসের মালিকানা পরিবর্তন দিয়ে। দুপুর না হতেই নেতিবাচক খবরের শিরোনামে নোয়াখালী এক্সপ্রেস। নানা অব্যবস্থাপনার জন্য ক্ষোভ জানিয়ে দলীয় অনুশীলন ছেড়ে যান দুই কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের।
তবে এমন ঘটনার তিন ঘন্টা পার না হতেই অভিমান ভেঙে আবারো দলের সঙ্গে যুক্ত হয়েছেন এই দুই কোচ। নোয়খালী মালিকের সঙ্গে বিকেলে অনুশীলনে আসেন কোচরা। পরে সুজন মুখোমুখি হয়েছেন গণমাধ্যমেরও। জানিয়েছেন, হিট অব দ্য মোমেন্টে এমনটা ঘটেছিল।
আসর শুরুর একদিন আগে অধিনায়কের নাম ঘোষণা করেছে নোয়াখালী এক্সপ্রেস। এবার নোয়াখালীর অধিনায়কত্ব করবেন সৈকত আলী।
নোয়াখালী এবারই প্রথম বিপিএলে অংশ নিচ্ছে। তবে এর আগে অন্য দলের হয়ে বিপিএলে খেলার অভিজ্ঞতা আছে সৈকতের। মিডল অর্ডারে ব্যাটিংয়ের সঙ্গে তার কার্যকরী মিডিয়াম পেস দলের জন্য বাড়তি পাওয়া হতে পারে।
বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছেন সৈকত। তবে কখনোই কোনো দলকে নেতৃত্ব দেননি তিনি। বিপিএলে অধিনায়ক হিসেবে অভিষেক হতে যাচ্ছে তার।










