তহবিল আসছেই…, লক্ষ্যমাত্রার দ্বারপ্রান্তে জারা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তহবিল সংগ্রহ করছেন ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। মাত্র ২২ ঘণ্টায় ৩৭ লাখ টাকা সহযোগিতা পেয়েছেন তিনি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ৭টা ৫৭ মিনিটে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন। তার পোস্টটি নিচে হুবহু দেওয়া হলো।
মাত্র ২২ ঘণ্টায় ৩৭ লাখ টাকা আপনারা পাঠিয়েছেন! ফান্ডরেইজিং লক্ষ্যমাত্রা ছোঁয়ার খুব কাছে আমরা। আপনাদের এই ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সাড়ার কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার জানা নেই। আমাদের চূড়ান্ত লক্ষ্যমাত্রা : ৪৬ লাখ ৯৩ হাজার ৫৮০ টাকা। অর্থাৎ আর ৯ লাখ টাকা সংগৃহীত হওয়া মাত্রই আমরা এই ফান্ডরেইজিং ক্যাম্পেইনটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেব।
যেভাবে ডোনেট করতে পারবেন, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস Account Name : Tasnim Jara Account Number : 1261570464960 Bank Name: Dutch-Bangla Bank PLC Branch: Elephant Road Routing number : 090261338
উল্লেখ্য, রাত ২টার সময় আমাদের বিকাশ অ্যাকাউন্টের লিমিট শেষ হয়ে গেছে। যারা এখনো অনুদান পাঠাতে আগ্রহী কিন্তু বিকাশ সমস্যার কারণে পারছেন না, তারা দয়া করে আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ডোনেট করুন।
শুরু থেকেই আমি প্রতিশ্রুতি দিয়েছি, এই ফান্ডের প্রতিটি পয়সার হিসাব হবে স্বচ্ছ। এই স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা নিচের পদক্ষেপগুলো মেনে চলছি।
১. আমরা কোনো ক্যাশ ডোনেশন গ্রহণ করছি না। প্রতিটি অনুদান একটি মাত্র বিকাশ ও একটি মাত্র ব্যাংক অ্যাকাউন্টে আসছে, যার রেকর্ড সরাসরি বাংলাদেশ ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত। এটি ভবিষ্যতে যাচাই করা যাবে।
২. কোন মাধ্যমে কত টাকা আসছে, তা আমরা আপনাদের নিয়মিত জানাচ্ছি। এই সমস্ত নথিপত্র আমরা নির্বাচন কমিশনের কাছে জমা দেব, যাতে তারা পূর্ণ স্বচ্ছতা যাচাই করতে পারে।
৩. সংগৃহীত অর্থ ঠিক কোন কোন খাতে কতটুকু ব্যয় করা হবে, তা স্পষ্ট করে আপনাদের সামনে তুলে ধরা হবে। স্বচ্ছতা আরও বৃদ্ধি করার জন্য আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাদের জানাবেন।










