অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে স্বর্ণ
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৯৬৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। যা দেশের ইতিহাসে স্বর্ণের দামে সর্বোচ্চ।
সোমবার (২২ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য স্থানীয় বাজারে বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২২ হাজার ৮৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ৭২৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫১ হাজার ৩৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।
স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বাজুস।
এদিকে, বিশ্ববাজারে সোমবার (২২ ডিসেম্বর) প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৪০০ ডলারের মাইলফলক অতিক্রম করেছে। যুক্তরাষ্ট্রে সুদের হার কমানোর প্রত্যাশা এবং নিরাপদ বিনিয়োগ হিসেবে ধারাবাহিক চাহিদা বৃদ্ধির প্রভাবে স্বর্ণের এই ঊর্ধ্বগতি দেখা যায়। একই ধারায় রুপার দামেও নতুন রেকর্ড হয়েছে।
সোমবার বাংলাদেশ সময় বিকেল ৩টা ৫৫ মিনিটে স্পট স্বর্ণের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪১৩ দশমিক শূন্য ১ ডলারে পৌঁছে যায়। এর আগে, লেনদেনের এক পর্যায়ে স্বর্ণের দাম রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৪২০ দশমিক শূন্য ১ ডলার স্পর্শ করে। ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৪৬ দশমিক ৭০ ডলারে ওঠে।










