373366

গোপনে ঢাকায় একের পর এক প্রাইভেট শো আতিফ আসলামের

ঢাকায় গেল এক মাসে বাতিল হয়েছে একের পর এক কনসার্ট। শেষ পর্যন্ত উপমহাদেশের জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে বাতিল করা হয়। তবে, এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জানা গেছে, ঢাকায় একের পর এক প্রাইভেট শো করছেন আতিফ।

জানা যায়, আতিফ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকার এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কনসার্ট করেছেন। যেখানে আতিফ ছাড়াও বাংলাদেশের মিনার ও প্রিতম গান করেন। আতিফের এই কনসার্ট ঘিরে এলাকাটিতে নিরাপত্তা জোরদার করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই কনসার্ট এআইইউবিএর নিজেদের মাঠে শুরু হয় দুপুর দুইটায়। যেখানে শুধু বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের স্টাফরা অংশ নেন।

তবে, এই কনসার্টে আতিফের অংশগ্রহণের বিষয়ে গোপন রাখা হয়েছে বলেও জানানো হয়।

এর পূর্বে, গেল ১৫ ডিসেম্বর ঢাকার একটি ক্লাবে প্রাইভেট শোতে পারফর্ম করেন আতিফ। ‘দ্য ফাইনাল নোট: আতিফ আসলাম’ শিরোনামের এ কনসার্টের ছবি ভিডিও ঘুরছে ফেসবুকে। বুধবারও (১৭ ডিসেম্বর) আরেকটি প্রাইভেট শোতে পাকিস্তানের এই গায়কের পারফর্ম করার কথা শোনা গেছে।

গত ১৩ ডিসেম্বর আতিফের কনসার্টের আয়োজন করেছিল ‘মেইন স্টেজ ইনক’ নামের একটি প্রতিষ্ঠান। সহ-আয়োজক হিসেবে ছিল ‘স্পিরিট অব জুলাই’। পূর্বাচলের চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (সিবিএফসি) কনসার্টের আয়োজনের কথা ছিল।

ad

পাঠকের মতামত