373252

হাদিকে গু‌লি ক‌রে ফয়সাল, মোটরসাইকেল চালায় আলমগীর : পুলিশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে চিহ্নিত করার কথা জানিয়েছে ডিএমপি।

র‌বিবার (১৪ ডি‌সেম্বর) বিকালে ডিএম‌পির মি‌ডিয়া সেন্টা‌রে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম এসব তথ্য জানান।

চিহ্নিত দুজন হলো—ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ। তা‌দের মধ্যে ফয়সাল গুলি করেছে, আলমগীর মোটরসাইকেলের চালকের আসনে ছিল।

চিহ্নিত দুজনকে গ্রেপ্তারের জন্য সর্বাত্মক চেষ্টা চালানোর কথা জা‌নি‌য়ে তিনি বলেন, “তাদের দেশের বাইরে পালিয়ে যাওয়ার কোনও তথ্য নেই। তবে তারা যেন পালিয়ে যেতে না পারে, সে জন্য বিজিবি এবং সব বন্দরকে সতর্ক করা হয়েছে।”

তি‌নি আরও ব‌লেন, তদন্তে জানা গেছে সন্দেহভাজন ব্যক্তিরা হেলমেট পরা অবস্থায় ওসমান হাদিকে খুব কাছ থেকে গুলি করে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও শনাক্ত সন্দেহভাজনদের গ্রেপ্তারে ইতোমধ্যে বিভিন্ন স্থানে অভিযান চালা‌নো হয়েছে এবং চল‌ছে। সন্দেহভাজন ব্যক্তিরা যেন সীমান্ত পার না হতে পারে সে জন্য তাদের পাসপোর্ট সংগ্রহ করে ব্লক করা হয়েছে। সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেফতা‌রে সহযোগিতার জন্য সরকারের পক্ষ থেকে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়।

মো. নজরুল ইসলাম ব‌লেন, “দেশের সীমান্ত দিয়ে মানুষ পারাপার করে এমন কয়েক জনের বিষয়ে তথ্য নিয়ে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হ‌চ্ছে।”

ইতোমধ্যে মাসুদের পাসপোর্ট ব্লক করা হয়েছে জানিয়ে অতিরিক্ত কমিশনার বলেন, “হত্যাকারীদের গ্রেফতারে চেষ্টা চল‌ছে।”

সংবাদ স‌ম্মেল‌নে তি‌নি ব‌লেন, “ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর শীর্ষ জুলাইযোদ্ধাদের অনেকের ক্ষেত্রে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। এ জন্য তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হ‌য়ে‌ছে।”

তিনি আরও ব‌লেন, “হাজার হাজার জুলাইযোদ্ধার নিরাপত্তা ব্যক্তি পর্যায়ে বা আলাদা করে নিশ্চিত করা প্রায় অসম্ভব। তবে হাদির মতো যারা নিরাপত্তা ঝুঁকিতে আছেন, অথবা গান পয়েন্টে আছেন, তাদের নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

উল্লেখ্য, শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা এখনও আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ad

পাঠকের মতামত