‘পোশাক এতটাই ছোট ছিল যে নিজেকে অর্ধনগ্ন মনে হচ্ছিল’
‘ভির দ্য ওয়েডিং’-এর একটি গানের দৃশ্যে অভিনেত্রী স্বরা ভাস্করকে সুইমস্যুট পরানো হয়, যেটি তার কাছে খুব লজ্জার বলে মনে হচ্ছিল। এমতাবস্থায় কোনো উপায় না পেয়ে লজ্জা ঢাকতে তাকে বাছতে হয় ভিন্ন পথ। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই পোশাক নিয়ে নিজের অস্বস্তির কথা জানিয়েছেন অভিনেত্রী।
স্বরা জানান, তার কাছে সেই এতটাই ছোট ছিল যে নিজেকে প্রায় ‘অর্ধনগ্ন’ মনে হচ্ছিল। তাই শুটিং সেটে তাকে যেতে হতো তোয়ালে গায়ে জড়িয়ে।
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সেই সাক্ষাৎকারে এই অভিজ্ঞতার কথা শেয়ার করেন স্বরা ভাস্কর। ২০১৮ সালের ব্যবসাসফল সিনেমাটির ‘তারিফা’ গানটিতে তাকে লাস্যময়ী লুকে দেখা যায়।
অভিনেত্রী জানান, চরিত্রের প্রয়োজনে এমন পোশাকে তাকে অস্বস্তি বোধ করতে হয়েছিল।
স্বরা বলেন, ‘ভির দি ওয়েডিং ছবিতে আমাকে সর্বক্ষণ গ্ল্যামারাস রূপে থাকতে হয়েছে। মাথায় ওজন কমানোর চিন্তা ছিল। এই ছবিতে যে স্নানপোশাক পরানো হয়েছিল, সেটা এতটাই ছোট যে, আমার নিজেকে প্রায় অর্ধনগ্ন মনে হচ্ছিল। সেটে যেতে পারছিলাম না। তাই গায়ে তোয়ালে জড়াতে হয়।’
মেকআপ শেষে ভ্যানিটি ভ্যান থেকে শুটিংয়ের সেট পর্যন্ত তিনি গায়ে তোয়ালে জড়িয়ে যেতেন বলে জানান।
যদিও গানটিতে স্বরার সহঅভিনেত্রী কারিনা কাপুর ও সোনম কাপুরকেও একইরকম পোশাকে দেখা যায়, তবে পোশাক নিয়ে তারা কোনো আপত্তি জানাননি।









