372114

ছাত্রদল নেতা জোবায়েদ হত্যাকাণ্ডের ‘রহস্য উন্মোচন’ পুলিশের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতা মো. জোবায়েদ হোসেন হত্যার রহস্য উন্মোচন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১১টায় এই তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদেবার্তায় তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়েদ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে ডিএমপি। মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা পৌনে ১২টায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন।

এদিকে জোবায়েদ হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন মাহির রহমানসহ তিনজনকে আটক করেছে পুলিশ। সিসি ক্যামেরা পর্যবেক্ষণের মাধ্যমে তাদেরকে শনাক্ত ও আটক করা হয়।

ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী রাত সাড়ে ১২টার দিকে বাংলানিউজকে বলেন, জোবায়েদের হত্যাকাণ্ডের মামলা প্রক্রিয়াধীন আছে। নিহত শিক্ষার্থীর আত্মীয়-স্বজনরা দাফন প্রক্রিয়া সম্পন্ন করে থানায় আসলেই মামলা রেকর্ড করা হবে। এই ঘটনায় মাহিরসহ তিনজনকে আটক করা হয়েছে। পাশাপাশি নিহত শিক্ষার্থীর ছাত্রী বর্ষাও পুলিশ হেফাজতে আছে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, ত্রিমুখী প্রেমের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, জোবায়েদের ছাত্রী বর্ষার সঙ্গে আটক মাহির রহমানের প্রেমের সম্পর্ক ছিল। মাহির রহমান একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রথম বর্ষের ছাত্র, আর বর্ষা ঢাকা মহানগর মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। ছোটবেলা থেকেই তাদের মধ্যে পারস্পরিক পছন্দ ছিল। সম্প্রতি তাদের মধ্যে টানাপোড়েন ঘটে এবং সম্পর্ক ভেঙে যায়। পরে বর্ষা জোবায়েদকে পছন্দের কথা মাহিরকে জানালে ধারণা করা হচ্ছে, এর জেরে মাহির তার বন্ধুদের নিয়ে জোবায়েদকে হত্যা করেছেন। উৎস: বাংলানিউজ২৪

 

ad

পাঠকের মতামত