371931

বাংলাদেশের পোশাক রপ্তানি একাই ছাড়িয়ে চলেছে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মরক্কোর মোট রপ্তানি

ইউরোপে ভারত, পাকিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া ও মরক্কোর মতো প্রতিযোগী দেশগুলো একসঙ্গে যে পরিমাণ পোশাক রপ্তানি করে, বাংলাদেশ তা একাই রপ্তানি করছে। ইউরোস্ট্যাটের হিসাব বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের প্রথম ৮ মাসে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ১ হাজার ৩৪৮ কোটি ডলারের পোশাক রপ্তানি করে বাংলাদেশ। যেখানে প্রবৃদ্ধির হার ১৩ শতাংশের বেশি। একই সময়ে ভারত-পাকিস্তানসহ ওই পাঁচটি দেশের মোট পোশাক রপ্তানির পরিমাণ ১ হাজার ৩৬১ কোটি ডলার।

২০২৫ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিশ্ববাজার থেকে প্রায় ৬ হাজার কোটি ডলারের পোশাক আমদানি করে ইউরোপ। সে হিসাবে বাজারটিতে বাংলাদেশের হিস্যা সাড়ে ২২ শতাংশ, আর অবস্থান দ্বিতীয়।

এই সময়ে বাংলাদেশের তুলনায় প্রায় সাড়ে ৩শ কোটি ডলার বেশি রপ্তানি করে প্রথম স্থান ধরে রেখেছে চীন। ৮ মাসে দেশটির রপ্তানি ১ হাজার ৬৯০ কোটি ডলার। তবে ধারাবাহিকভাবে রপ্তানি হারাচ্ছে তৃতীয় স্থানে থাকা তুরস্ক। ৮ মাসে দেশটির রপ্তানি ৫৭২ কোটি ডলার।

অন্যদিকে তালিকায় চতুর্থ স্থানে থাকা ভারতের রপ্তানি প্রায় ১২ শতাংশ বেড়ে ৩৪৫ কোটি ডলারে দাঁড়িয়েছে। ইউরোপের বাজারে পঞ্চম স্থানে থাকা কম্বোডিয়ার পোশাক রপ্তানি সবচেয়ে বেশি অর্থাৎ প্রায় ২৬ শতাংশ বেড়েছে। দেশটির রপ্তানি ২৯১ কোটি ডলার। প্রায় ১৬ শতাংশ বেড়ে ভিয়েতনামের রপ্তানি দাঁড়িয়েছে ২৮৩ কোটি ডলারে। আর সাড়ে ১২ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে ২৫২ কোটি ডলারের পোশাক রপ্তানি পাকিস্তানের। তালিকায় অষ্টম স্থানে থাকা মরক্কোর রপ্তানি ১৮৭ কোটি, প্রবৃদ্ধির হার ১ শতাংশের কিছু বেশি। তলানিতে শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার রপ্তানি। উৎস: চ্যানেল24

 

ad

পাঠকের মতামত