
নতুন কর্মসূচি ঘোষণা জুলাইযোদ্ধাদের
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় জুলাইযোদ্ধাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে।
এই ঘটনার প্রতিবাদে এবং তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে, জুলাই যোদ্ধা সংসদ নতুন কর্মসূচি ঘোষণা করেছে।
রোববার (১৯ অক্টোবর) দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত সারাদেশের জেলা শহরগুলোর মহাসড়ক অবরোধ করা হবে বলে জানানো হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সংসদ ভবন এলাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সংগঠনের মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ এই কর্মসূচির ঘোষণা দেন।
তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছিলাম। কিন্তু আমাদের ওপর অন্যায়ভাবে হামলা করা হয়েছে। এর প্রতিবাদে রোববার তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করা হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের জীবন ও রক্তের স্বীকৃতি চাই। যদি এই স্বীকৃতি না পাই, তাহলে ভবিষ্যতে আর কেউ এ দেশের জন্য আত্মত্যাগে উৎসাহী হবে না।’
জুলাই যোদ্ধাদের ৩ দাবি হলো- ১️। জুলাই শহীদদের জাতীয় বীর এবং আহত বা পঙ্গুত্ববরণকারীদের ‘বীর’ স্বীকৃতি দেওয়া; ২️। শহীদ ও আহত পরিবারগুলোর পুনর্বাসনের রোডম্যাপ ঘোষণা; ৩। দায়মুক্তি ও সুরক্ষা আইন প্রণয়ন; যাতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাদের হয়রানি করা না হয়।