371913

২০২ শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ, যা বললেন শাওন

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। ফলাফলে দেখো গেছে দেশের ২০২ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে। বুধবার সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার সভাকক্ষে বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির এ তথ্য জানিয়েছেন।

এদিকে, ২০২ শিক্ষাপ্রতিষ্ঠানে পাশ না করায় ওইসব শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানালেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

তিনি নিজের ফেসবুকে একটি কার্ড শেয়ার করে লিখেছেন, শূন্যস্থান পূরণ করো- ক)‘মার্চ টু _______।’ খ) এই তোরা_ তে আয়!’

এরপর লিখেছেন, moral of the story কোমলমতি মেধাবীব শিক্ষার্থীরা, শুধুমাত্র বিপ্লব বিপ্লব বলে চিৎকার করলেই হয় না, পড়াশোনাটা ঠিকমতো করা লাগে। তা না হলে নিজের ইচ্ছায় বিপ্লব করছো নাকি অন্য কারো উদ্দেশ্য হাসিলের জন্য দাবার গুটি হচ্ছো সেটাও বুঝতে পারবা না। তোমাদের জন‍্য সমবেদনা।

২০২৪ সালে শতভাগ ফেল করা প্রতিষ্ঠান ছিল ৬৫টি। এবার সে সংখ্যা বেড়ে ২০২টি। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ।

 

ad

পাঠকের মতামত