চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে গোলাগুলি (ভিডিও)
চট্টগ্রাম নগরের জিইসি মোড়ের একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান ঘিরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মো. শরীফ (২৩) নামে এক তরুণ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ শরীফ ছাড়া আরও একজন আহত হয়েছেন বলে জানা গেলেও, তার পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে—একটি পক্ষ কনভেনশন সেন্টারের মূল ফটক ভাঙচুরের চেষ্টা চালায়। তখন ভেতরে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোড়েন।
জানা যায়, জিইসি মোড়ের ওই কনভেনশন সেন্টারে একটি মোটরসাইকেল প্রস্তুতকারক প্রতিষ্ঠান কনসার্টের আয়োজন করে, যেখানে জনপ্রিয় ব্যান্ড ‘আর্টসেল’-এর পারফরম্যান্স ছিল নির্ধারিত। উন্মুক্ত এই কনসার্টে দুই পক্ষের উত্তেজনার কারণে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। একইসঙ্গে কনভেনশন সেন্টারে ভাঙচুরের ঘটনাও ঘটে।
চমেক হাসপাতালে শরীফকে নিয়ে আসেন মো. নাঈম নামে এক তরুণ। তিনি জানান, কনসার্ট চলাকালীন একপক্ষ ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে, যারা ছাত্রলীগের কর্মী বলে দাবি করা হয়। এ নিয়ে ছাত্রদলের নেতা-কর্মীরা আপত্তি জানান, ফলে উভয়পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে পুলিশ গুলি ছোড়ে বলে অভিযোগ করেন তিনি। নাঈমের দাবি, এতে ছাত্রদলের অন্তত দুজন গুলিবিদ্ধ হন।
ভিডিও ফুটেজে আরও দেখা গেছে, সাদা পোশাকে থাকা এক ব্যক্তি শটগান থেকে গুলি ছুড়তে ছুড়তে কনভেনশন সেন্টারের গেটের দিকে এগিয়ে যান। তার পেছনে ছিলেন আরও কয়েকজন পুলিশ সদস্য।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার জানান, গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে আনা হয়েছে। তবে আহত ব্যক্তি ও তার সঙ্গীরা সঠিক তথ্য দিচ্ছেন না, ফলে প্রকৃত ঘটনা জানা সম্ভব হয়নি।
এদিকে আহতদের দেখতে হাসপাতালে যান চট্টগ্রাম নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম। তিনি বলেন, “কনসার্ট চলাকালে কনভেনশন সেন্টারের ভেতরে একটি পক্ষ আওয়ামী লীগের স্লোগান দেয়। এ নিয়ে গণ্ডগোলের সৃষ্টি হয়, আহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে এসেছি।”
ঘটনার বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর জামান বলেন, “ঘটনার বিস্তারিত জানার জন্য প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। বর্তমানে ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।” উৎস: নিউজ24 ও এখন টিভি।