371364

লম্বা ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠান, পরীক্ষা নিয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হচ্ছে টানা ছুটি। আগামী রবিবার থেকে এই ছুটি শুরু। তবে দুর্গাপুজার সঙ্গে এই লম্বা ছুটিতে ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা, লক্ষ্মী পূজার ছুটিও যুক্ত আছে।

এ বছর সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে থাকবে ৯ দিনের ছুটি।

সব থেকে বেশি ছুটি থাকছে সরকারি-বেসরকারি কলেজ ও টিটি কলেজগুলোতে। সাপ্তাহিক ছুটি ধরে কলেজে মোট ১৪ দিন ছুটি থাকছে।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজাকে কেন্দ্র করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হবে আগামী ২৮ সেপ্টেম্বর, যা চলবে ৭ অক্টোবর পর্যন্ত। এর মধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটিও রয়েছে।

তবে শুক্র ও শনিবার (২৬ ও ২৭ সেপ্টেম্বর) আগে থেকেই বন্ধ থাকায় বাস্তবে অনেক প্রতিষ্ঠানে ছুটি শুরু হচ্ছে ২৬ তারিখ থেকেই।

প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ছুটির ভিন্নতা

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।

মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে ছুটি থাকবে ১২ দিন। ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত।

সরকারি-বেসরকারি কলেজ ও টিটি কলেজে সাপ্তাহিক ছুটিসহ মোট ১৪ দিন ছুটি পাচ্ছে এই প্রতিষ্ঠানগুলো।

এদিকে ৬ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষে ঐচ্ছিক ছুটি পাবেন শিক্ষকরা। এ ছাড়া দুর্গাপূজার পাশাপাশি অন্যান্য ধর্মীয় উৎসব যেমন ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা, ও লক্ষ্মীপূজা—এই ছুটির আওতায় ধরা হয়েছে।

এদিকে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ৩০ সেপ্টেম্বর থেকে ছুটি শুরু হবে। ৫ অক্টোবর আবার যথানিয়মে ক্লাস শুরু হবে।

এর মধ্যে ফাতেহা-ই- ইয়াজদাহমের ছুটিও অন্তর্ভুক্ত করেছে অধিদপ্তর। এ ছাড়া ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক (শুক্র ও শনিবার) ছুটি।

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দুর্গাপূজায় মাত্র দুই দিনের ছুটি থাকবে ১ ও ২ অক্টোবর। এর সঙ্গে ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিত ছুটি পাবে তারা।

শিক্ষা মন্ত্রণালয় একটি অফিস আদেশে জানিয়েছে, ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত কোনো ধরনের পরীক্ষা না রাখতে হবে। ধর্মীয় উৎসব এবং শিক্ষার্থীদের ছুটির কথা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। উৎস: কালের কণ্ঠ।

 

ad

পাঠকের মতামত