
শাহরুখের হাতে ৩৩ বছরে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার
৩৩ বছরের বর্ণাঢ্য অভিনয় জীবনে বলিউড বাদশা শাহরুখ খানের হাতে প্রথমবার উঠল জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
আজ মঙ্গলবার সন্ধ্যায় নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ভারতের শ্রেষ্ঠ অভিনেতার সম্মানে ভূষিত হলেন তিনি। তার হাতে পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ সিনেমার জন্য এই পুরস্কার পেলেন তিনি।
‘দিওয়ানা’ থেকে ‘ডানকি’- নানা আমেজের সিনেমা দিয়ে তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডে প্রতিনিধিত্ব করছেন, বক্স অফিসে রাজত্ব করছেন। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত মুহূর্ত।
বলিউড দাপিয়ে বেড়ানোর আগে শাহরুখের প্রথম পরিচিতি আসে টেলিভিশন থেকে। ১৯৮৯ সালে ‘ফৌজি’ ধারাবাহিকে লেফটেন্যান্ট অভিমন্যু রাইয়ের চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন।
এরপর ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মধ্যমে বলিউডে অভিষেক।
‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘স্বদেশ’, ‘চাক দে ইন্ডিয়া’, ‘মাই নেম ইজ খান’, ‘রইস’, ‘ডন’, ‘পাঠান’, ‘জাওয়ান’ ও ‘ডানকি’ দিয়ে প্রমাণ করেছেন- তিনি কেবল তারকাই নন, অভিনেতাও।