371161

সাকিবের রেকর্ড ভাঙলেন লিটন

রেকর্ড গড়লেন লিটন দাস। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি এখন সর্বোচ্চ রানের মালিক তিনি। পেছনে ফেলেছেন সাকিব আল হাসানের রেকর্ড।

সাকিবের রেকর্ড ভাঙতে ১৯ রান প্রয়োজন ছিল লিটনের।

দুষ্মন্ত চামিরাকে চার মেরে রেকর্ডটা নিজের করে নেন বাংলাদেশের অধিনায়ক। তার রান এখন ২৫৫৬। দুইয়ে থাকা সাকিবের রান ২৫৫১।
তবে রেকর্ড গড়েই ড্রেসিংরুমে ফিরেছেন লিটন।

ব্যক্তিগত ২৩ রানে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে আউট হন তিনি। আউট হওয়ার আগে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছেন তিনি। ইনিংসের পঞ্চম বলে তানজিদ হাসান তামিম নুয়ান তুষারার বলে বোল্ড হলেও পরে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ঘুরে দাঁড়াতে বাংলাদেশকে সহায়তা করেন সাইফ হাসান ও লিটন।

দুজনে মিলে ৫৯ রানে জুটি গড়েন। লিটন আউট হওয়াতে সেই জুটি যায় ভেঙে। তবে অধিনায়ক ফিরলেও রানের চাকা সচল রাখছেন সাইফ। প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৪ রানে অপরাজিত আছেন তিনি। তাকে সঙ্গ দিচ্ছেন ৩ রান করা তাওহিদ হৃদয়।

বাংলাদেশের স্কোর ৮ ওভার শেষে ২ উইকেটে ৭২।

 

ad

পাঠকের মতামত