
অনিয়মের অভিযোগ যাদের নামে আছে, তারা এবার বই ছাপার কাজ পাবে না: অর্থ উপদেষ্টা
যাদের নামে অতীতে অনিয়মের অভিযোগ আছে, এবার তাদের বই ছাপার কাজ দেওয়া হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
আজ রোববার (২১ সেপ্টেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় ২০২৬ শিক্ষাবর্ষের নবম ও দশম শ্রেণির বিনামূল্যে বই ছাপা ও বাঁধাইয়ের প্রস্তাব উপস্থাপন করা হয়।
সভা শেষে অর্থ উপদেষ্টা বলেন, তালিকা পর্যালোচনা হচ্ছে। গুরুতর অনিয়মের অভিযোগ যাদের বিরুদ্ধে, তাদের ছাপার কাজ দেওয়া হবে না।
এছাড়া জানুয়ারি মাসেই সব শিক্ষাথীরা বই পাবে বলে আশাও প্রকাশ করেন উপদেষ্টা।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির-ইপিআই এর আওতায় দরপত্র ছাড়াই ছয় মাসের জন্য টিকা আমদানির অনুমতি চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ক্রয় কমিটিতে ইউনিসেফের মাধ্যমে তিন মাসের জন্য অনুমোদন দেয়া হয়েছে।