371145

আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের

এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও শ্রীলংকা। এই ম্যাচে না থেকেও আছে বাংলাদেশ।সুপার ফোরে যেতে এখন তাকিয়ে থাকতে হচ্ছে এই ম্যাচের দিকে।

চলমান এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের তিন ম্যাচের দুটিতে জিতেছে বাংলাদেশ। তারপরও স্বস্তি নেই। সুপার ফোরের টিকিট পেতে তিন দলের জন্যই গুরুত্বপূর্ণ এই ম্যাচ। শ্রীলঙ্কা যদি জেতে তাহলে কোনো হিসাব-নিকাষ ছাড়াই শ্রীলঙ্কার সঙ্গে সুপার ফোরে যাবে বাংলাদেশ। আর যদি শ্রীলঙ্কা জিততে না পারে তাহলে তিন দলেরই পয়েন্ট সমান হবে। সেক্ষেত্রে নেট রানরেট হয়ে উঠবে গুরুত্বপূর্ণ।

সবশেষ পরিস্থিতি অনুযায়ী টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান করেছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেছেন নবি। খেলেছেন মাত্র ২২ বল।

এখন শ্রীলঙ্কা ১০১ বা এরচেয়ে বেশি রান করলে আফগানিস্তান আর শ্রীলঙ্কা যাবে পরের রাউন্ডে। আর যদি শ্রীলঙ্কা ১০০ রান বা এরচেয়ে কমে অল আউট হয় তবে আফগানিস্তান আর বাংলাদেশ যাবে পরের রাউন্ডে।

 

ad

পাঠকের মতামত