
ব্রাজিলকে স্তব্ধ করে বিশ্বকাপের আশা বাঁচাল বলিভিয়া
স্তাডিও মনুমেন্টাল এল এলতো। অনেকে লা পাজ নামে চেনেন। ডাকেন পৃথিবীর ‘নরক’ নামে। কারণ সমুদ্রপৃষ্ট থেকে প্রায় ১২ হাজার ফুট উঁচুতে স্টেডিয়াম। ওই নরকে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক বলিভিয়ার কাছে ১-০ গোলে হেরেছে ব্রাজিল।
বুধবার সকালের ম্যাচে শুরুর একাদশে বড় পরিবর্তন আনা ব্রাজিল প্রথমার্ধের যোগ করা সময়ে গোল হজম করে। যা শেষ মিনিট পর্যন্ত চেষ্টা করেও শোধ করতে পারেনি।
এই জয়ে বলিভিয়া ইন্টার কন্টিনেন্টাল প্লে অফের সুযোগ পেয়েছে। প্লে অফে ছয়টি মহাদেশীয় দল অংশ নেবে। দুই গ্রুপে ভাগ হয়ে বাছাইপর্ব খেলবে। সেখান থেকে টেবিলের সেরা দুই দল যাবে বিশ্বকাপে।
অন্য দিকে আগেই বিশ্বকাপ নিশ্চিত করে ফেলা ব্রাজিল এই হারে কনমেবল অঞ্চলের বাছাইপর্ব পয়েন্ট টেবিলের পাঁচে শেষ করল। ইকুয়েডর দুইয়ে, কলম্বিয়া তিনে ও উরুগুয়ে শেষ করেছে চারে। ষষ্ঠ দল হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলবে প্যারাগুয়েও।
লা পাজের ম্যাচে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি শুরুর একাদশে রাখেননি রাফিনিয়া, জোয়াও পেদ্রো কিংবা মার্টিনেল্লিকে। কাসেমিরো ছিলেন না কার্ড জটিলতায়। ডিফেন্ডার মার্কুইনোস, গ্যাব্রিয়েল মাঘালহায়েস কিংবা ওয়েলসলিও ছিলেন বিশ্রামে। পরে রাফিনিয়া, পেদ্রো, এস্তেভাও, মার্কুইনোসদের নামিয়েও সেলেসাওরা ফিরতে পারেনি সমতায়।