
হাসানের জোড়া আঘাত, পাকিস্তানের ৮ উইকেটের পতন
খেলাধূলা ডেস্ক।। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দারুণ মেজাজে রয়েছে বাংলাদেশ। চতুর্থ দিন বাংলাদেশ পেসাররা একের পর এক আঘাত করে যাচ্ছেন। সবশেষ হাসান মাহমুদ পর পর দুই বলে দুই উইকেট নিয়ে পাকিস্তানকে চাপে ফেলেছেন। ৩৭তম ওভারের শেষ দুই বলে মোহাম্মদ রিজওয়ান (৪৩) ও মোহাম্মদ আলীকে ফিরিয়েছেন। পাকিস্তান হারিয়েছে ৮ উইকেট
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৯ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রান করেছে পাকিস্তান। দলটি ১৫৮ রানের লিড নিয়েছে।
টেস্টের চতুর্থ দিনের শুরুতেই সাইম আইয়ুবকে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। পাকিস্তানি ওপেনারকে ২০ রানে নাজমুল হোসেন শান্তর ক্যাচে ফেরান বাংলাদেশ পেসার। এরপর পাকিস্তান অধিনায়ক শান মাসুদেকে ২৮ রানে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচে বিদায় করেন আরেক পেসার নাহিদ রানা। পরে বাবর আজমকে ১১ রানে সাদমানের ক্যাচে আউট করার পর সৌদ শাকিলকেও ফেরান তিনি।
এর আগে পাকিস্তানের প্রথম ইনিংসের ২৭৪ রানের জবাবে গতকাল ব্যাট করতে নেমে বিপদে পড়ে বাংলাদেশ। দলীয় ২৬ রানে ৬ উইকেট হারিয়ে বসে সফরকারীরা। সেই ধ্বংসস্তূপ থেকে দলকে বাঁচান লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। মিরাজ ৭৮ ও লিটন ১৩৮ রান করেন। বাংলাদেশ ২৬২ রানে অলআউট হলে ১২ রানে পিছিয়ে থাকে।
এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা পাকিস্তান শেষ বিকেলে হাসান মাহমুদের তোপে পড়ে। আব্দুল্লাহ শফিক ও খুররম শাহজাদকে ফেরান টাইগার পেসার। ৯ রানে ২ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করে স্বাগতিকরা।
এই টেস্টের প্রথম দিন বৃষ্টির কারণে কোনো বল মাঠে গড়ায়নি। যেখানে প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ।