368960

যেভাবে এডিট করবেন হোয়াটসঅ্যাপ মেসেজ

ডেস্ক রিপোর্ট।। আজকের দিনে ডিজিটাল মিডিয়ামে যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপ্লিকেশন। আর এই ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে হোয়াটসঅ্যাপ। পৃথিবী জুড়ে বর্তমানে ২ বিলিয়ন বা ২০০ কোটিরও বেশি মানুষ প্রতি মাসে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকে। আজকে চলুন গুরুত্বপূর্ণ এই মেসেজিং অ্যাপটিতে পাঠানো মেসেজ কিভাবে এডিট বা পরিবর্তন করতে হয় সেটা জেনে নেয়া যাক:

হোয়াটসঅ্যাপে মেসেজ এডিট করা: হোয়াটসঅ্যাপে ভুল করে একটি মেসেজ কাউকে পাঠিয়ে দিলে সেটা চাইলেই আমরা ডিলিট করে দিতে পারি। কিন্তু এই অ্যাপটিতে কাউকে পাঠানো একটি মেসেজ যে চাইলে এডিট করা যায় সেটা হয়তো আমরা অনেকেই জানি না। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ-এ মেসেজ পাঠানোর পর ১৫ মিনিট পর্যন্ত সেটা এডিট করা যায়। কিভাবে? চলুন জেনে নেয়া যাক:

এজন্য প্রথমেই যে মেসেজটি এডিট করতে চান সেটিতে প্রেস করে ধরে রাখতে হবে বা হোল্ড করে রাখতে হবে। তারপর মেসেজটি সিলেক্ট থাকা অবস্থায় স্ক্রিনের উপরে ডান দিকে কোনায় থ্রি ডটে (⋮) ট্যাপ করে সেখান থেকে এডিট অপশনটি সিলেক্ট করতে হবে। এবারে মেসেজটিতে প্রয়োজনীয় পরিবর্তন বা এডিট করে সেন্ড বাটনে ট্যাপ করলেই এডিট করা মেসেজটি পুনরায় চলে যাবে যাকে পাঠাতে চাইছেন তার কাছে।

মেসেজ এডিট করার এই ফিচারটি হোয়াটসঅ্যাপে যুক্ত হয় ২০২৩ সালের মে মাসে। তবে মনে রাখতে হবে মেসেজ পাঠানোর ১৫ মিনিটের মধ্যে আপনি মেসেজটি এডিট করতে পারবেন। ১৫ মিনিট পর উক্ত মেসেজের জন্য এডিট অপশনটি আর দেখা যাবে না।

 

ad

পাঠকের মতামত