368965

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক বাড়াতে পাকিস্তানের নতুন উদ্যোগ

ডেস্ক রিপোর্ট।। বাংলাদেশের সঙ্গে পুনরায় সম্পর্ক জোরদারের জন্য একটি কৌশলগত নথি বা স্ট্র্যাটেজিক পেপার তৈরি করেছে পাকিস্তান। দেশটির সংবাদমাধ্যম ট্রিবিউন এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ঢাকায় দায়িত্বপালন করা রাষ্ট্রদূতসহ একাধিক কূটনীতিক এই স্ট্র্যাটেজি পেপার তৈরি করেছে। সেখানে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারের একটি রোডম্যাপ তৈরি করেছেন ‍কূটনীতিকরা।

কর্মকর্তারা জানিয়েছেন বাংলাদেশের দায়িত্বপালন করা সাবেক হাইকমিশনারদের আমন্ত্রণ জানিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এক সূত্র জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে কীভাবে আবার সম্পর্ক পুনঃস্থাপন করা যায় সে বিষয়ে জানতে চেয়েছেন তিনি।

শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপনের কথা ভাবছে পাকিস্তান। শেখ হাসিনার শাসনামলে পাকিস্তান ও বাংলাদেশ সম্পর্ক খুব একটা উষ্ণ ছিল না। পাকিস্তানের দাবি, তারা চেষ্টা করলেও হাসিনা সরকার সম্পর্ক জোরদারে আগ্রহী ছিল না।

এখন সম্পর্ক কীভাবে জোরদার করা যায় সে বিষয়ে একটি কৌশলগত নথি শেহবাজ শরীফের কাছে দেওয়া হয়েছে। সেখানে পাকিস্তান সরকারে ধীরে ধীরে সম্পর্কোন্নয়নের কথা বলা হয়েছে। কোনো রাজনৈতিক পক্ষ না নিয়ে বাংলাদেশের সাধারণ জনগণের সঙ্গে সম্পর্ক গভীর করার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ ইস্যুতেও হস্তক্ষেপ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

পাকিস্তানের অবসরপ্রাপ্ত এক কূটনীতিক বলেন, হাসিনাকে প্যাট্রনাইজ করার মূল্য দিতে হয়েছে ভারতকে। বাংলাদেশের জনগণ ক্ষুব্ধ হওয়ার অন্যতম কারণ ছিল হাসিনাকে তারা ভারতের পুতুল মনে করতো। বাঙালিরা স্বাধীনচেতা। তারা এমন আচরণ কখনো গ্রহণ করবে না।

স্ট্র্যাটেজি পেপারে আরও বলা হয়েছে, পাকিস্তানে বাংলা বলতে পারেন এমন কূটনীতিক রয়েছেন। তাদের ঢাকায় হাইকমিশনার হিসেবে পাঠানো যেতে পারে। তাদের অনেকেই অবসরে গেছেন। তারপরও তাদের নিয়োগ দেওয়া সম্ভব।

ওই কূটনীতিক বলেন, ‘আমাদের ঢাকাকে গুরুত্ব দেওয়া উচিত। সেখানে যোগ্য কূটনীতিক পাঠানো দরকার।

 

ad

পাঠকের মতামত