বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণের মধ্য দিয়ে প্রবাসীদের অর্থায়নে আত্মপ্রকাশ স্বেচ্ছাসেবী সংগঠনের
জাবেদ আলম খান। । নোয়াখালীতে টানা ভারী বর্ষণ ও উজানের পানির চাপে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে পানিবন্দী ও আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের দুঃখ-কষ্ট ও দুর্ভোগের শেষ নেই।
ধীরে ধীরে পানি কমলেও ভোগান্তির শেষ নেই বন্যা কবলিত এলাকার মানুষজনের।
জেলার ৮টি উপজেলা ও ৭টি পৌরসভা এলাকার কোথায়ও কোমর পানি, কোথায়ও হাঁটু পানি। চারিদিকে থৈ থৈ করছে পানি। তলিয়ে গেছে বসতঘর, রান্নাঘর, নলকূপ ও শৌচাগার। বিশুদ্ধ পানির সংকট প্রকট আকার ধারণ করেছে।
নোয়াখালীর ঘরে-বাহিরে, রাস্তাঘাটে, দোকানপাটে ক্ষেতে-খামারে ও শিক্ষা প্রতিষ্ঠানে একই চিত্র। এ অবস্থায় দুর্গত এলাকার বাসিন্দারা পানিবাহিত রোগসহ নানা জটিল রোগের শঙ্কায় রয়েছেন। সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বৃদ্ধ, অন্তঃসত্ত্বা নারী ও শিশুরা।
এমন সময় বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করলো প্রবাসীদের অর্থায়নে পরিচালিত স্বেচ্ছাসেবী “সংগঠন পশ্চিম নোয়াখোলা ইসলামি ফাউন্ডেশন”।
এই সংগঠনটির প্রধান উপদেষ্টা নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখোলা ইউনিয়নের ইতালি প্রবাসী সৌরভ খান ও সহকারী উপদেষ্টা আহাদ খান।
সংগঠনটির সদস্যরা সুবিধা বঞ্চিত ও বন্যার্তদের মাঝে শুকনো ও ভারী খাবার বিতরণ করেন। এবং ভবিষ্যতেও যে কোন দূর্যোগকালে আত্মমানতার সেবায় নিয়োজিত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন ।