‘যার বউ ভালো তার দুনিয়া ভালো’ লিখে যুবকের ‘আত্মহ.ত্যা’
নিউজ ডেস্ক।। ‘আমি জীবনে অনেক কষ্ট পাইছি আপন জনের কাছ থেকে। সব কষ্ট হাসি মুখে মেনে নিছিলাম। কিন্তু এবার এমন কষ্ট আমার বউ শাশুড়ি দিছে, সে জন্য আত্মহত্যা করলাম। কথায় আছে না যার বউ ভালো তার দুনিয়া ভালো, যার বউ খারাপ তার দুনিয়া খারাপ। এ রকম মৃত্যু যেন আর কারো না হয়। সুখের জন্য বিয়ে করলাম, আর সে সুখ আমার মৃত্যু ঘটাল।’ জামালপুরের দেওয়ানগঞ্জে এ কথা লিখে শিপন মিয়া (২৫) নামে এক যুবক ‘আত্মহত্যা’ করেছেন।
আজ মঙ্গলবার উপজেলার দক্ষিণ ভাতখাওয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিপন মিয়া ওই গ্রামের মো. জামাল উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্র জানায়, এক বছর আগে বকশীগঞ্জ উপজেলার সাতভিটা গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ের সঙ্গে বিয়ে হয় শিপন মিয়ার। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। এক মাস আগে স্ত্রী মিনাকে বাড়িতে রেখে শিপন জামালপুরে যান কাজে। গত সপ্তাহে মিনা কাউকে না জানিয়ে বাবার বাড়ি চলে যান।
শিপন জামালপুর থেকে ফিরে স্ত্রীকে না পেয়ে মোবাইল ফোনে তার সঙ্গে কথা বলেন। পরে তিনি শ্বশুর বাড়িতে যান। শ্বশুর বাড়ি থেকে ফিরে রাতে নিজ ঘরে আড়ার সঙ্গে ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেন তিনি। আজ মঙ্গলবার সকালে দরজা বন্ধ থেকে শিপনের মা ডাকাডাকি করেন। পরে ঘরে ঢুকে ছেলেকে ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের পরিবারের দাবি, শ্বশুর বাড়িতে শিপনকে মারধর করা হয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পাশে একটা চিরকুট পাওয়া গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে আত্মহত্যার প্ররোচনার মামলা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উৎস: সমকাল