368599

‘যুক্তরাষ্ট্র থেকে’ পরিচালিত হবে আওয়ামী লীগ

নিউজ ডেস্ক।। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তারও কয়েক দিন আগে থেকেই দেশ ছাড়তে শুরু করেন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা, এমপি-মন্ত্রীরা। যারা দেশত্যাগ করতে পারেননি তারা চলে যান আত্মগোপনে, কয়েক জন হয়েছেন গ্রেপ্তার। এমতাবস্থায় দলের হয়ে কথা বলা শুরু করেন হাসিনা তনয়, যুক্তরাষ্ট্র প্রবাসী সজিব ওয়াজেদ জয়।

ভিডিওবার্তায় ও বিভিন্ন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জয় একেক সময় একেক কথা বলে সমালোচিত ও হাসির খোরাক হন। এরপর থেকে তিনিও নীরব। এবার একটি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে নেতাকর্মীদের যোগাযোগ করতে বলেছে আওয়ামী লীগ। আজ মঙ্গলবার নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ আহ্বান জানিয়েছে দলটি।

ফেসবুক পোস্টে লেখা হয়েছে, ‘update!! বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ +1(917)5699327 এই নম্বরে দলীয় সব খবর এবং তথ্য পাঠাতে অনুরোধ করছি।’

আওয়ামী লীগের নতুন এ হোয়াটসঅ্যাপ নম্বর বিশ্লেষণ করে দেখো গেছে, এটি যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের একটি নম্বর। নম্বরটি যুক্তরাষ্ট্রের হওয়ায় ধারণা করা হচ্ছে, দলটির কার্যক্রম সেখান থেকেই পরিচালিত হবে।

 

ad

পাঠকের মতামত