368460

‘প্রত্যাহার হচ্ছে জামায়াত নিষিদ্ধের আদেশ’

নিউজ ডেস্ক।। বাংলাদেশ জামায়াতে ইসলামী নিষিদ্ধের প্রজ্ঞাপন প্রত্যাহার হচ্ছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র আইনজীবী শিশির মোহাম্মদ মনির।

আজ সোমবার দুপুরে হাইকোর্টের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

গত ১ আগস্ট তৎকালীন ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ’ অন্যায়ভাবে জামায়াতকে নিষিদ্ধ করেছিল মন্তব্য করে আইনজীবী শিশির মনির বলেন, ‘রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে গণতান্ত্রিক এ দলটিকে নিষিদ্ধ করা হয়েছিল। পরবর্তীতে জামায়াতে ইসলামী, ছাত্রশিবিরসহ অন্যান্য অঙ্গ সংগঠন নিষিদ্ধের বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে বিস্তারিত আলোচনা হয়।’

তিনি বলেন, ‘কী আইনি পদক্ষেপ নিলে এটা সমাধান করা সম্ভব এর অংশ হিসেবে আমাদের পক্ষ থেকে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি রিকোয়েস্ট পাঠাই। এরপর তারা আমাদেরকে জানিয়েছেন, সব প্রশাসনিক কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে। আজকে সরকারি ছুটির দিন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে- এমনকি আগামীকাল নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হবে বলে আমাদের কনফার্ম করেছেন।’

শিশির মোহাম্মদ মনির বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রাণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। আশা করছি আগামীকালের মধ্যে জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল হবে। শুধুমাত্র গণঅভ্যুত্থানের কর্মকাণ্ডকে ভিন্নখাতে নিতেই জামায়াতকে নিষিদ্ধ করা হয়।’

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের শেষ সময়ে নির্বাহী আদেশে সন্ত্রাসবিরোধী আইনের ১৮(১) ধারা অনুযায়ী জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও তাদের অন্যান্য অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করা হয়।

 

ad

পাঠকের মতামত