শান্তর আগের রাতে স্ত্রীর সঙ্গে যে কথা হয়েছিল জন্মদিন ও জয়ের ব্যাপারে
খেলাধূলা ডেস্ক।। পাকিস্তানের মাটিতে তো বটেই, সব ভেন্যু মিলিয়ে প্রথমবারের মতো টেস্টে পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। একাধিক কারণেই বাংলাদেশের জন্য এই ম্যাচটি বিশেষ। তবে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জন্য একটু বেশিই বিশেষ। আজ যে জন্মদিন তার! জন্মদিন ও বাংলাদেশের জয় নিয়ে আগের রাতেই স্ত্রী সাবরিনা রত্নার সঙ্গে কথা হয়েছিল শান্তর।
রাওয়ালপিন্ডিতে ম্যাচ শেষে শান্ত বলেন, ‘(জন্মদিনে টেস্ট ম্যাচ) জয়ের জন্য আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা খুব বিশেষ ছিল। গত রাতে আমি স্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম। সে বলেছিল, ‘‘কালকে যদি তুমি জিততে পারো, এটি দারুণ একটি দিন হবে।’’ ভাগ্য ভালো, আলহামদুল্লিাহ এই ম্যাচে জিতেছি আমরা। এটা আমাদের জন্য একটি ঐতিহাসিক দিন।’
অবিস্মরণীয় এই জয় বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি উৎসর্গ করেছেন শান্ত। জয়ের পর দলের সবার পক্ষে এই ঘোষণা দেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘সম্প্রতি (বৈষম্যবিরোধী) আন্দোলনের সময় নিহত সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের আত্মার জন্য প্রার্থনা করছি।’
পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়া নিয়ে শান্তর ভাষ্য, ‘হ্যাঁ, এটা বিশাল অর্জন। আমি মনে করি আমরা এখনো ওই পর্যায়ে পৌঁছাতে পারিনি, কিন্তু এই সিরিজ শুরুর আগে আমাদের বিশ্বাস ছিল আমরা এবার জিততে পারি।…সবাই বিশ্বাস করেছিল যে আমরা বিশেষ কিছু করতে পারি এবং সবাই যেভাবে তাদের খেলাটি দেখিয়েছে, তাদের জন্য আসলেই খুব খুশি আমি। বিশেষ করে গত ১০-১৫ দিন সবাই যেভাবে মাঠে ও মাঠের বাইরে কঠোর পরিশ্রম করেছে, আসলেই খুশি। এই কারণেই আমরা জিততে পেরেছি।’
প্রথম ইনিংসে বোলিংয়ে অত সুবিধা করতে পা পারলেও দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বল করে পাকিস্তানকেকে ১৪৬ রানে অলআউট করে দেয় বাংলাদেশ। দলের বোলিং বিভাগ নিয়ে শান্ত বলেন, ‘পেসাররা দারুণ বল করেছে। আমরা সবাই জানি, সাকিব কতটা অভিজ্ঞ। মিরাজ অনেক টেস্ট ম্যাচ খেলেছে, সে জানে কীভাবে লাইন-লেন্থ বজায় রাখতে হয় এবং তাদের জন্য আমি আসলেই খুশি, যেভাবে তারা নিজেদের আসল রুপ দেখিয়েছে।’
প্রথম ইনিংসে ১৯১ রানের দারুণ এক ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। জয়ের নায়ককে নিয়ে শান্ত বলেন, ‘আমি বলছিলাম, গত ১৫-১৭ বছর ধরে সে যেভাবে (ম্যাচের আগে) প্রস্তুতি নেয় এবং তার কাজটি সঠিকভাবে করছে (সেটি অসাধারণ)। একই জিনিস বারবার করতে ক্লান্ত লাগে না তার। একই একাগ্রতা নিয়ে ১৫-১৭ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে বসে। এই গরম কন্ডিশনে যেভাবে সে ব্যাটিং করেছে তার জন্য সত্যিই খুশি, সে কারণেই হয়তো আমরা ম্যাচ জিততে পেরেছি। আমি কেবল তাকেই কৃতিত্ব দিচ্ছি না, আমি পুরো ১৫ জন সদস্যকে সমস্ত কৃতিত্ব দেব, এটি কেবল তাদের কঠোর পরিশ্রমের কারণেই সম্ভব হয়েছে।’