368227

৯৪ রানে এগিয়ে থেকে দিন শেষ বাংলাদেশের

খেলাধূলা ডেস্ক।। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে স্বপ্নের মতো একটি দিন কাটিয়েছে বাংলাদেশ। মুশফিকুর রহিমের ১৯১ রানের ইনিংসে ভর করে ১১৭ রানের লিড নেওয়ার পর শেষ বিকেলে বোলিংয়ে নেমে পাকিস্তানের ১ উইকেট তুলে নিয়েছে সফরকারীরা। ফলে পাকিস্তানের চেয়ে এখনও ৯৪ রানে এগিয়ে টাইগাররা।

শনিবার (২৪ আগস্ট) ১১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরুতেই বিপদে পড়ে পাকিস্তান। সাইম আইয়ুবকে ফেরান শরীফুল ইসলাম। দলীয় ৫ রানে উইকেটকিপার লিটনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার।

এরপর আর কোনো বিপদ হতে দেননি শফিক-মাসুদ জুটি। দ্বিতীয় ইনিংসে ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ২৩ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। আবদুল্লাহ শফিক (১২*) ও অধিনায়ক শান মাসুদ (৯*) দিন পাড় করেছেন।

এর আগে, মুশফিকুর রহিমের সেঞ্চুরি ও চার ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫৬৫ রানে অলআউট হয় বাংলাদেশ। দলীয় রান পাঁচশ পার করে ১৯১ রানে ফেরেন মুশি। এ ছাড়া সাদমানের ৯৩, মুমিনুলের ৫০, লিটনের ৫৬ এবং মিরাজের ৭৭ রানে ভর করে পাকিস্তানের পাহাড়সমান রানের জবাব দেয় বাংলাদেশ।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন নাসিম শাহ। আর শাহিন আফ্রিদি, খুররম শাহজাদ ও মোহাম্মদ আলি দুটি করে উইকেট নিয়েছেন।

এরও আগে, দ্বিতীয় দিনে ৬ উইকেট হারিয়ে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। রিজওয়ান ২৩৯ বলে ১৭১ রানে এবং শাহিন শাহ আফ্রিদি ২৪ বলে ২৯ রানে অপরাজিত থাকেন। এ ছাড়া সৌদ শাকিল করেন ১৪১ রান।

লাল-সবুজের হয়ে বল হাতে সর্বোচ্চ দুটি করে উইকেট নেন হাসান ও শরিফুল। এ ছাড়া সাকিব এবং মেহেদীর শিকার একটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর-

পাকিস্তান (প্রথম ইনিংস)- ৪৪৮/৬ (১১৩ ওভার) (রিজওয়ান ১৭১*, সাইম ৫৬, শাকিল ১৪১, সালমান ১৯, আফ্রিদি ২৯*; শরিফুল ২/৭৭, হাসান ২/৭০)

বাংলাদেশ (প্রথম ইনিংস)- ৫৬৫/১০ (১৬৭.৫ ওভার) (সাদমান ৯৩, মুমিনুল ৫০, জাকির ১২, শান্ত ১৬, সাকিব ১৫, মুশফিকুর ১৯১, লিটন ৫৬, মিরাজ ৭৭)

পাকিস্তান (দ্বিতীয় ইনিংস)- ২৩/১ (১০ ওভার) (মাসুদ ৯*, শফিক ১২*; শরিফুল ১৩/১)

 

ad

পাঠকের মতামত