367889

১০০০ টাকার নোট বাতিলের বিষয়ে যা বললেন গভর্নর

নিউজ ডেস্ক।। কালোটাকা রোধে ১০০০ টাকার নোট বাতিল হচ্ছে বলে যে গুঞ্জন উঠেছে তা সঠিক নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকে বোর্ড মি‌টিংয়ে এক সংবাদ সম্মেলনে তি‌নি এ কথা বলেন।

গভর্নর বলেন, শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোকে বেআইনিভাবে তারল্য সহায়তা দিয়ে সমস্যা সমাধান করবে না বাংলাদেশ ব্যাংক। আর আমানতকারী কোনো ব্যাংকে আমানত রাখবে সেটা আমানতকারীর সিদ্ধান্ত। এখানে কেন্দ্রীয় ব্যাংকের কিছু করার নেই। যেসব ব্যাংক আস্থাহীনতায় ভুগছে তার জন্য ওইসব ব্যাংকের পর্ষদই দায়ী।

আহসান এইচ মনসুর বলেন, অনিয়মে জড়িত ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। কেননা প্রতিটি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসংস্থান জড়িত রয়েছে। এ ছাড়া দুর্বল ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়ার বিষয়টি বিবেচনাধীন।

১ হাজার টাকার নোট বাতিল করা হবে বলে যে গুঞ্জন উঠেছে, সে বিষয়ে গভর্নর বলেন, ১০০০ টাকার নোট বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি। বাদ করার কোনো চিন্তাও নেই।

 

ad

পাঠকের মতামত