গত ১৫ বছর তো কথাও বলতে পারেননি, আর এখন ১৫ দিনেই অস্থির: মিজানুর রহমান আজহারী
নিউজ ডেস্ক।। চলমান আন্দোলনে শুরু থেকেই শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছেন ইসলামী চিন্তাবিদ মিজানুর রহমান আজহারী। আজ হঠাৎ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ফেসবুকে এক স্যাস্টাস দিয়েছেন তিনি, আমাদের পাঠাকদের জন্য হুবহু তুলে ধরা হলো
উপদেষ্টাগণ দিনরাত এক করে কাজ করে যাচ্ছেন। সমন্বয়করা আহতদের খোঁজ রাখতে হাসপাতালে দৌড়াচ্ছেন৷ আর একদল আছে তাদের দাবি-দাওয়া নিয়ে।
গত ১৫ বছর তো কথাও বলতে পারেননি। আর এখন ১৫ দিনেই অস্থির হয়ে যাচ্ছেন?
ওনারা রোবট নন। ওনাদের সময় দিন। অধৈর্য হবেন না। আস্থা রাখুন।
‘ক্ষোভের মুখে পড়েছিলেন সেনাপ্রধান’ প্রতিবেদনের প্রতিবাদ আইএসপিআরের