ড. ইউনূসের কাছে চিঠি, যা লিখলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক।। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আপনার দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনার নিয়োগ বাংলাদেশের জনগণের বিশেষ করে যুবকদের আপনার দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বের প্রতি যে আস্থা রয়েছে তার সাক্ষ্য বহন করে।
শেহবাজ শরিফ আরও লিখেছেন, বাংলাদেশকে একটি ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ এবং দক্ষিণ এশিয়ার অংশীদার হিসেবে পাকিস্তান অত্যন্ত মূল্যায়ন করে। আমরা আন্তরিকভাবে বাংলাদেশে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার ইচ্ছা রাখি, যা আমাদের দুই দেশের স্বার্থ রক্ষা করতে পারে এবং তাদের জীবনে একটি অর্থবহ পরিবর্তন আনতে পারে।
দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ক্ষেত্রে এক সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা জানিয়ে তিনি লেখেন, আমি বিশ্বাস করি, আমাদের দক্ষিণ এশিয়ার জনগণের সামাজিক-অর্থনৈতিক উন্নয়নের জন্য আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির উপায়গুলো সক্রিয়ভাবে অন্বেষণ করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, আমি আপনাকে নিশ্চিত করতে চাই যে পাকিস্তানের জনগণ ও সরকার সম্পূর্ণভাবে বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের জনগণের দৃঢ় মনোবল এবং ঐক্য তাদের একটি উজ্জ্বল ও সুরেলা ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।
উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। পদত্যাগের পর ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর চারদিন পর গত ৮ আগস্ট রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।