367541

পাপনের চেয়ারে বসার দৌড়ে এগিয়ে কে

খেলাধূলা ডেস্ক।। দেশের রাজনৈতিক পালাবদলের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই খোঁজ নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের। যতটুকু জানা গেছে, এই মুহূর্তে সস্ত্রীক লন্ডনে অবস্থান করছেন তিনি। এরই মধ্যে বিসিবির নতুন সভাপতি নির্বাচনের তোড়জোড় চলছে।

২০১২ সালে সরকার থেকে মনোনীত হয়ে বিসিবির সভাপতি হয়েছিলেন পাপন। এরপরের বছর নির্বাচনে জয়ী হয়ে টানা ১২ বছর এই পদেই ছিলেন তিনি। আগামী বছর সেপ্টেম্বর পর্যন্ত তার বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ আছে। তবে সম্প্রতি জানা গেছে, বিসিবি সভাপতির পদ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন নাজমুল হাসান পাপন। গত বৃহস্পতিবার রাতে বোর্ডের বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পাপন পদত্যাগ করলে বিসিবি সভাপতি হতে পারেন এমন কিছু নাম শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায়। জানা গেছে, বিসিবি সভাপতি বানানোর জন্য ক্রীড়া উপদেষ্টার কার্যালয় থেকে কয়েকজন ক্রিকেট ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

বিসিবি সভাপতি হিসেবে সবচেয়ে এগিয়ে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। তিনি ছাড়াও জাতীয় দলের আরও দুই সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম ও খালেদ মাসুদ এবং ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমূল আবেদীনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে। এছাড়া বিসিবির সাবেক সাধারণ সম্পাদক ও এসিসির সাবেক প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হকও আছেন আলোচনায়।

বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার ব্যাপারে এরই মধ্যে ফারুক আহমেদের সঙ্গে নাকি কথা বলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে সরাসরি কাউকে এই চেয়ারে বসানো যাবে না। রাজনৈতিক হস্তক্ষেপের দায়ে সেক্ষেত্রে আসতে পারে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির নিষেধাজ্ঞা। শ্রীলংকা ক্রিকেটে এমন উদাহরণ খুব বেশিদিন আগের নয়। তাই, কিছু প্রক্রিয়া অনুসরণ করেই বিসিবি সভাপতির চেয়ারে বসতে হবে। উৎস: দৈনিক আমাদের সময়।

 

ad

পাঠকের মতামত