মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে: রনি
নিউজ ডেস্ক।। দেশ-বিদেশের বিভিন্ন ইস্যু নিয়ে টকশো, ইউটিউব কিংবা ফেসবুক সর্বত্র সরব থাকেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি। দেশের চলমান পরিস্থিতি নিয়েও তিনি নিয়মিত জাতিকে আপডেট রাখার চেষ্টা করছেন। এরই অংশ হিসেবে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।
আজ শনিবার বেলা ২টা ২৮ মিনিটে দেওয়া পোস্টে তিনি বলেছেন, ‘সারা দেশে কি হচ্ছে । মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে । সমস্যা সমাধানের পরিবর্তে মানুষের সেন্টিমেন্ট নিয়ে নতুন খেলা শুরু হয়েছে।
জনাব সালমান এফ রহমান, আনিসুল হক, পলকের বিরুদ্ধে গণরোষ তুঙ্গে। কিন্তু তাই বলে তাদেরকে যেভাবে অপমান করে গ্রেফতার, আদালতে নেয়া, লোক লেলিয়ে অপমান করা এটা মেনে নেয়া যায় না। এগুলো মন্দ কাজ এবং ভবিষ্যতের জন্য অশনিসংকেত।
মেজর জেনারেল জিয়াউল আহসান কোনো দিন ডিজিএফআইয়ের সঙ্গে ছিলেন না। তাকে বলা হচ্ছে আয়নাঘরের কারিগর। অথচ জেনারেল আকবর, জেনারেল আবেদীন সম্পর্কে টু শব্দটি নেই।’