366892

আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নিলে গণভবনের মতো পরিণতি হবে: সমন্বয়ক হাসনাতের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক।। আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নিলে গণভবনের মতো পরিণতির হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আজ সোমবার শেখ হাসিনার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে অনুষ্ঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

সমাবেশে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে না জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘যেসব উপদেষ্টা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, তাদের অবস্থাও গণভবনের মতো পরিণতি হবে। এছাড়া ১৫ আগস্ট যদি কোনো প্রতিবিপ্লবের চেষ্টা চলে, তা প্রতিহত করা হবে।’

সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে হাসনাত বলেন, ‘যেসব সংবাদমাধ্যম খুনিদের পুনর্বাসন করতে চায়, তাদের জনতার কাতারে আসার আহ্বান জানাচ্ছি।’

এ সময় সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘৫ আগস্ট আমরা নতুন করে স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতা যারা ক্ষুণ্ণ করতে চান, তাদের পরিকল্পনা নস্যাৎ করা হবে।’

বিক্ষোভ সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য মামলা দায়েরের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

এরআগে, আজ সিএমএইচ হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব) সাখাওয়াত হোসেন। এ সময় তিনি আওয়ামী লীগ অনেক বড় দল উল্লেখ করে বলেন, ‘দলটির প্রতি আমার শ্রদ্ধা আছে। এক সময় বাঙালিদের ভরসার জায়গা ছিল, এটা জাতীয় সম্পদ। এটা বাংলাদেশের সম্পত্তি।’

দলটির নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, ‘ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় দলকে নষ্ট করবেন না, নষ্ট করার অধিকার আপনাদের নেই। এমন কিছু করবেন না, যাতে আপনাদের জীবন বিপন্ন হয়। আপনারা দল সংগঠিত করেন, নির্বাচন হলে অংশ নেবেন। মারামারি করে লাভ নেই। আর কোনো মৃত্যু আমরা চাই না। আমরা উসকানি দিলে আপনারা টিকতে পারতেন না।’

এরপরেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা শেখ হাসিনার বিচার দাবিতে আয়োজিত সমাবেশ থেকে আওয়ামী লীগকে পুনর্গঠনের উদ্যোগ নেওয়ার বিষয়ে প্রতিক্রিয়া জানান।

 

ad

পাঠকের মতামত