366697

‌’আগে দেশের মানুষ ইলিশ পাবে, পরে রপ্তানি’

নিউজ ডেস্ক।। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দেশবাসী ইলিশ পাবে না, আর বিদেশে রপ্তানি হবে, এটা হতে পারে না। আগে দেশকে গুরুত্ব দিতে হবে। এরপর রপ্তানি করা হবে।

রোববার (১০ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। এ সিন্ডিকেট ভাঙতে হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, দেশের মানুষ ইলিশ পাবে না, আর বিদেশে রপ্তানি হবে, এটা হতে পারে না। আগে দেশকে গুরুত্ব দিতে হবে। এরপর রপ্তানি করা হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সকল খাদ্যপণ্য ভেজালমুক্ত করতে হবে। সেইসাথে বাজারে পণ্যের সরবরাহ বাড়ালে দাম কমে আসবে। এ জন্য সরবরাহ বাড়াতে হবে।

এদিকে, দেশে ইলিশ মাছের দাম বেশি হলেও, তা রফতানি করা হচ্ছে; ফলে রপ্তানি বন্ধ করা হবে কি না, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ফরিদা আখতার বলেন, দেশের মানুষ যাতে ইলিশ মাছ পায় এবং দাম কমে, সেই উদ্যোগ নেওয়া হবে।

ফরিদা আখতার বলেন, ডিম, দুধ, মাছ ইত্যাদি জিনিসপত্রের দাম কমাতে হবে। পারবেন কি না, পরের কথা; দায়িত্ব হলো দাম কমানোর।

ad

পাঠকের মতামত